Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: কয়েক মিনিট আগেই থরথর করে কাঁপছিল সব, রাস্তায় অস্ত্রোপচার করে নবজাতককে পৃথিবীর আলো দেখালেন চিকিৎসকরা

Child Delivery Video: শুক্রবার ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। কয়েক মিনিটের ব্যবধানেই ৭.৭ ও ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়। জোরাল ভূমিকম্পে তছনছ মায়ানমার। ১৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত প্রায় আড়াই হাজার মানুষ। মায়ানমারের পাশাপাশিই জোরাল ভূমিকম্প হয় থাইল্যান্ডেও।

Earthquake: কয়েক মিনিট আগেই থরথর করে কাঁপছিল সব, রাস্তায় অস্ত্রোপচার করে নবজাতককে পৃথিবীর আলো দেখালেন চিকিৎসকরা
ভূমিকম্পের পর রাস্তাতেই সন্তান প্রসব।Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 7:04 AM

ব্যাঙ্কক: ধ্বংসের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে সৃষ্টি। ভয়াবহ ভূমিকম্পে যখন দুলছে হাসপাতাল, তখন ভিতরে প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন প্রসূতি। ভূমিকম্প থেকে রক্ষা করতে তাঁকে বেডে শুইয়েই রাস্তায় বের করে আনা হয়। ভূমিকম্প থামতেই চিকিৎসকরা নিজেদের দায়িত্বে লেগে পড়েন। রাস্তাতেই অস্ত্রোপচার করে নবজাতক প্রসব করা হয়। ব্যাঙ্ককের রাস্তায় এমনই দৃশ্য দেখা গেল।

শুক্রবার ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। কয়েক মিনিটের ব্যবধানেই ৭.৭ ও ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়। জোরাল ভূমিকম্পে তছনছ মায়ানমার। ১৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত প্রায় আড়াই হাজার মানুষ। মায়ানমারের পাশাপাশিই জোরাল ভূমিকম্প হয় থাইল্যান্ডেও। সবথেকে বেশি প্রভাব পড়ে ব্যাঙ্ককে।

ব্যাঙ্ককে যখন ভূমিকম্প অনুভূত হচ্ছিল, তখন পুলিশ জেনারেল হাসপাতালের ওটি-তে ছিলেন ওই প্রসূতি মহিলা।  অস্ত্রোপচার শেষ হবে, সেই মুহূর্তেই কম্পন। তড়িঘড়ি মেডিক্যাল স্টাফরা বেডে শুইয়ে প্রসূতিকে হাসপাতালের বাইরে নিয়ে আসেন।

ভূমিকম্প থামতেই চিকিৎসকরা লেগে পড়লেন তাদের কাজে। রাস্তাতেই সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। চিকিৎসকরা তাদের বাকি কাজ সারলেন, সুরক্ষিতভাবেই বন্ধ করা হল প্রসূতির পেট। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।