Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diabetes Medicine: এক ধাক্কায় ৪০০ থেকে ১০০ টাকা হল সুগারের ওষুধের দাম! দোকানে যাওয়ার আগে জেনে নিন কোন পাওয়ারের ওষুধের কত দাম হল…ডায়াবেটিস রোগীদের জন্য বড় খবর

Diabetes Medicine: অস্বাভাবিক দাম কমল মেটফরমিন গ্রুপের এমপ‍্যাগলিফ্লোজিন ওষুধের। ১০০০ মিলিগ্রামের এক পাতা ওষুধের দাম ছিল ৪৩৭ টাকা।  পেটেন্ট উঠে যাওয়ায় তা কমে হল ১০০ টাকা। ৫০০ মিলিগ্রামের দাম ৪১৬ টাকা থেকে কমে হল ৯৭ টাকা। পেটেন্ট উঠে যাওয়ার সুফল মেটফরমিন গ্রুপের সিটাগ্লিপটিন ওষুধেও।

Diabetes Medicine: এক ধাক্কায় ৪০০ থেকে ১০০ টাকা হল সুগারের ওষুধের দাম! দোকানে যাওয়ার আগে জেনে নিন কোন পাওয়ারের ওষুধের কত দাম হল...ডায়াবেটিস রোগীদের জন্য বড় খবর
সুগারের ওষুধImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 1:18 PM

কলকাতা: সুগার- এমন একটা রোগ, যা এখন ঘরে ঘরে! ওষুধের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের চিন্তা ক্রমাগত বেড়েছে।  গত এপ্রিল থেকে বেশ কিছু ওষুধের দাম কমেছে। কিন্তু এবার সুগারের রোগীদের জন্য সুখবর। এবার পেটেন্ট উঠে যাওয়ায় মিলল সুফল।

অস্বাভাবিক দাম কমল মেটফরমিন গ্রুপের এমপ‍্যাগলিফ্লোজিন ওষুধের। ১০০০ মিলিগ্রামের এক পাতা ওষুধের দাম ছিল ৪৩৭ টাকা।  পেটেন্ট উঠে যাওয়ায় তা কমে হল ১০০ টাকা। ৫০০ মিলিগ্রামের দাম ৪১৬ টাকা থেকে কমে হল ৯৭ টাকা। পেটেন্ট উঠে যাওয়ার সুফল মেটফরমিন গ্রুপের সিটাগ্লিপটিন ওষুধেও। সিটাগ্লিপটিনের ১০০০ মিলিগ্রামের দাম ৪৮০ টাকা থেকে কমে হল ১৭৫ টাকা।

পরিসংখ্যান বলছে, সারা ভারতে ১০ কোটির বেশি সুগারের রোগী রয়েছেন। তাই এই দাম কমার খবরে স্বাভাবিকভাবে প্রচুর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এনপিপিএ বলছে, প্রতিবছরই ওষুধের পাইকারি মূল্য সূচক (WPI) ঠিক করা হয়। সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, ওষুধের দাম নিয়ে যাতে চিন্তা কমে, সেই চেষ্টা করা হয়। মার্চ মাসেই অবশ্য কেন্দ্রীয় সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ ওষুধের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ করেছে।