‘সম্মান নষ্ট করার চেষ্টা’, শ্রেয়াসের নামে প্রতারণার মামলা দায়ের হতেই সরব টিম
Shreyas Talpade: খবরে তোলপাড় হয় গোটা সিনেপাড়া। যদিও এই বিষয় মুখ বন্ধ রাখেননি শ্রেয়াস। এই অভিযোগের পরই শ্রেয়াস তালপাড়ের টিম সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করে এবং সমস্ত অভিযোগকে অস্বীকার করে।

জম্মু ও কাশ্মীর পুলিশ বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে এবং ১৪ জনের বিরুদ্ধে এক প্রতারণার মামলা রেজিস্টার করেছে ২৮ মার্চ। অভিযোগ, এক চিট ফান্ড স্কিমের মাধ্যমে গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে নাকি টাকা তোলা হয়েছে। খবরে তোলপাড় হয় গোটা সিনেপাড়া। যদিও এই বিষয় মুখ বন্ধ রাখেননি শ্রেয়াস। এই অভিযোগের পরই শ্রেয়াস তালপাড়ের টিম সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করে এবং সমস্ত অভিযোগকে অস্বীকার করে।
শ্রেয়াসের টিম স্পষ্টভাবে জানিয়েছে, “এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।” তাঁরা আরও জানায়, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একজন মানুষের কঠোর পরিশ্রমে অর্জিত সম্মানকে আজকাল ভিত্তিহীন গুজবের মাধ্যমে নষ্ট করা হচ্ছে। শ্রেয়াস তালপাড়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং কোনও ধরনের প্রমাণ ছাড়াই তা করা হয়েছে।”
তাঁর টিম আরও জানিয়েছে, একজন পাবলিক ফিগার হিসেবে শ্রেয়াস তালপাড়ে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হন, তবে এসব অনুষ্ঠানের কোনও সংস্থার কার্যক্রমের সঙ্গে অভিনেতার কোনও সম্পর্ক নেই। সঙ্গে আরও জানানো হয়, “শ্রেয়াস তালপাড়ের কোনও ধরনের প্রতারণা বা অবৈধ কাজের সঙ্গে সম্পর্ক নেই। আমরা সকলকে অনুরোধ করছি, তথ্য যাচাই করে নিন, মিথ্যে খবর রটাবেন না। শ্রেয়াস তালপাড় একজন আইন মেনে চলা নাগরিক এবং তিনি সব সময় সৎ থেকেছেন।”
View this post on Instagram
প্রসঙ্গত, লাইভ হিন্দুস্তান-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ‘দ্য লোনি আর্বান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি কোম্পানি পরিচালনা করছিল, যাদের এজেন্টরা গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তাঁদের বিনিয়োগ দ্রুত দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে নাকি সেই সংস্থার সকল কর্মীরা পলাতক।





