Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained on GROK-3: ইলন মাস্কের Grok-কে নিয়ে কেন এত মাথাব্যথা মোদী সরকারের?

GROK-3 Chatbot: গ্রকের আরেকটি বিশেষত্ব হল এর ভয়েস ফিচার। কৃত্রিম কণ্ঠে প্রম্প্ট নয়। এই চ্যাটবট মানুষের মতো চিৎকার-গালিগালাজ করতে পারে। আবার আপনি বললে 'সেক্সি' কণ্ঠে কথাও বলতে পারে। চাইলেই যে কারোর পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে হুবহু নকল করে নিচ্ছে এই চ্যাটবট।

Explained on GROK-3: ইলন মাস্কের Grok-কে নিয়ে কেন এত মাথাব্যথা মোদী সরকারের?
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 11:46 AM

২০২৯ সালে ভারতের প্রধানমন্ত্রী কে হবেন? গুগলকে এই প্রশ্ন করুন, উত্তর পাবেন না। কিন্তু এই প্রশ্নই গ্রক-কে করুন, সে উত্তর দিয়ে দেবে। চ্যাটজিপিটি-র কাছে প্রশ্ন করলে, তার উত্তর মেলে শালীন ভাষায়। যদি আপত্তিজনক কিছু প্রশ্ন হয়, তবে ‘সরি’ বলে মাফ চেয়ে নেয় এআই চ্যাটবট (AI Chatbot)। সেখানেই বিন্দাস গ্রক। তার মুখের ভাষা পাড়ার ঠেকের মতো। যেমন আপনার প্রশ্ন, তেমনই উত্তর পাবেন গ্রকে। গুগল সার্চের আর দরকার নেই, মনে যা প্রশ্ন আসবে, তা-ই ‘গ্রক’ (Grok) করুক। এক্স হ্যান্ডেল জুড়ে ট্রেন্ডিং ‘গ্রক’। ভারতীয়রাও মজা নিচ্ছেন গ্রক-র। তবে চিন্তায় কেন্দ্রীয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যেই সামাজিক মাধ্যম এক্সের সঙ্গে যোগাযোগ করেছে। এত হইচই গ্রক-কে নিয়ে,...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন