Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia: বিতর্কের মধ্যেই ভোটে বড় জয় পেয়ে গেল বামেরা, অর্ধকেরও কম আসন তৃণমূলের

Haldia: পরিচালন সমিতির বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদের জন্য গতকাল ২৮ মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়।মোট ১৯ টি আসনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

Haldia: বিতর্কের মধ্যেই ভোটে বড় জয় পেয়ে গেল বামেরা, অর্ধকেরও কম আসন তৃণমূলের
হলদিয়া ডক ইন্সস্টিটিউট ভোটে জয়ী বামেরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 6:33 PM

পূর্ব মেদিনীপুর:  বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইন্সস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই লাল আবির উড়ল বন্দর শহর হলদিয়ায়। হলদিয়া ডক ইন্সস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে ফের জয় পেল বাম সমর্থিত প্রগতিশীল জোট। প্রসঙ্গত,  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে একটি সভায় বক্তব্য রাখার সময় পোস্টার নিয়ে সরব হন বেশ কিছু দর্শক ও শ্রোতা। আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সরব হন প্রতিবাদীরা। তাঁরা এসএফআই (ইউকে)-র সমর্থক বলে জানা যায়। তা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এর মধ্যেই বামেদের জয়।

পরিচালন সমিতির বোর্ডের একজন সহ-সভাপতি ও ১৮ জন সদস্য পদের জন্য গতকাল ২৮ মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয়।মোট ১৯ টি আসনে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শনিবার বিকালে ফলাফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে ছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা। শেষ পর্যন্ত তিন রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ১৯ টি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের ১৩ জন প্রার্থী জয়লাভ করেছে।

অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি’র ১ জন সহ-সভাপতি সহ মোট ৬ জন প্রার্থী জয়লাভ করেছে। খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা।এর আগে ২০২৩ সালে হলদিয়া ডক ইন্সস্টিটিউট পরিচালন সমিতির ভোটে বাম প্রগতিশীল জোটের সবকটিই আসনে জয়লাভ করে বোর্ডের ক্ষমতা ধরে রেখেছিল। আবারও একবার হলদিয়া ডক ইস্টিটিউটের পরিচালন সমিতিতে সেই জয় অব্যহত রাখল বামেরা।

বাম সমর্থিত প্রগতিশীল জোটের নেতা বলেন, “বিগত দিনেও আমরা ক্ষমতায় ছিলাম। সকলে আমাদের কাজে সন্তুষ্ট, তাই আমাদের পক্ষে রায় দিয়েছে। এটা সেবামূলক প্রতিষ্ঠান। মাঝের চারটে টার্মে ছিলাম না।”

তৃণমূলের নেতৃত্বের বক্তব্য, “১৯জন ক্যান্ডিডেট দিয়েছিলাম। ভাইস প্রেসিডেন্ট জয়ী হয়েছে। পাঁচ জন জয়ী হয়েছে। বিরোধীরা তিন চারটে ইউনিয়ন সম্মিলিতভাবে জয় পেয়েছে।”