Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Rules: UPI, আয়কর থেকে ব্যাঙ্ক, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম! এখনই না জানলে বিপদে পড়তে পারেন

New Rules: নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। কী কী পরিবর্তন হচ্ছে ১ এপ্রিল থেকে? দেখে নিন এই প্রতিবেদনে।

| Updated on: Mar 28, 2025 | 12:41 PM
নতুন অর্থবর্ষ ২০২৫-২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর। এই নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। কী কী পরিবর্তন হচ্ছে ১ এপ্রিল থেকে? দেখে নিন এই প্রতিবেদনে।

নতুন অর্থবর্ষ ২০২৫-২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ১ এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর। এই নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম। কী কী পরিবর্তন হচ্ছে ১ এপ্রিল থেকে? দেখে নিন এই প্রতিবেদনে।

1 / 8
আরবিআইয়ের পজিটিভ পে বেতন ব্যবস্থা - জালিয়াতি এড়াতে, আরবিআই পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করেছে। অনেক ব্যাঙ্ক এই ব্যবস্থা বাস্তবায়ন করছে। পিপিএসের অধীনে, যদি আপনি ৫০,০০০ টাকার বেশি মূল্যের চেক ইস্যু করেন, তাহলে আপনাকে চেক সম্পর্কে কিছু তথ্য ইলেকট্রনিকভাবে ব্যাঙ্কে প্রদান করতে হবে।

আরবিআইয়ের পজিটিভ পে বেতন ব্যবস্থা - জালিয়াতি এড়াতে, আরবিআই পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করেছে। অনেক ব্যাঙ্ক এই ব্যবস্থা বাস্তবায়ন করছে। পিপিএসের অধীনে, যদি আপনি ৫০,০০০ টাকার বেশি মূল্যের চেক ইস্যু করেন, তাহলে আপনাকে চেক সম্পর্কে কিছু তথ্য ইলেকট্রনিকভাবে ব্যাঙ্কে প্রদান করতে হবে।

2 / 8
আয়করের নিয়ম পরিবর্তন - আয়করের ধারা 87A এর অধীনে, কর ছাড় ২৫ হাজার টাকা থেকে বেড়ে ৬০ হাজার টাকা হবে। এই বর্ধিত ছাড় ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হবে, যার মধ্যে মূলধন লাভ থেকে আয় অন্তর্ভুক্ত থাকবে না।

আয়করের নিয়ম পরিবর্তন - আয়করের ধারা 87A এর অধীনে, কর ছাড় ২৫ হাজার টাকা থেকে বেড়ে ৬০ হাজার টাকা হবে। এই বর্ধিত ছাড় ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হবে, যার মধ্যে মূলধন লাভ থেকে আয় অন্তর্ভুক্ত থাকবে না।

3 / 8
জিএসটিতে আইডিএস সিস্টেম বাস্তবায়ন - ভারত সরকার পণ্য ও পরিষেবা করের নিয়মে অনেক পরিবর্তন এনেছে। এর অধীনে, ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর সিস্টেম ১ এপ্রিল, ২০২৫ থেকে বাস্তবায়িত হতে চলেছে। এই সিস্টেমের উদ্দেশ্য হল রাজ্যগুলির মধ্যে কর রাজস্বের সঠিক বন্টন নিশ্চিত করা।

জিএসটিতে আইডিএস সিস্টেম বাস্তবায়ন - ভারত সরকার পণ্য ও পরিষেবা করের নিয়মে অনেক পরিবর্তন এনেছে। এর অধীনে, ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর সিস্টেম ১ এপ্রিল, ২০২৫ থেকে বাস্তবায়িত হতে চলেছে। এই সিস্টেমের উদ্দেশ্য হল রাজ্যগুলির মধ্যে কর রাজস্বের সঠিক বন্টন নিশ্চিত করা।

4 / 8
UPI অ্যাকাউন্ট বন্ধ - ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের ৩১ মার্চের আগে তাদের ডাটাবেস আপডেট করতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আইডিগুলি নিস্ক্রিয় করার কথা বলা হয়েছে। প্রত্যেক সপ্তাহে সংস্থাগুলিকে মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য আপডেট করতেও বলা হয়েছে। অনলাইন লেনদেন আরও সুরক্ষিত করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

UPI অ্যাকাউন্ট বন্ধ - ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের ৩১ মার্চের আগে তাদের ডাটাবেস আপডেট করতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আইডিগুলি নিস্ক্রিয় করার কথা বলা হয়েছে। প্রত্যেক সপ্তাহে সংস্থাগুলিকে মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য আপডেট করতেও বলা হয়েছে। অনলাইন লেনদেন আরও সুরক্ষিত করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।

5 / 8
সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে - ১ এপ্রিল থেকে, আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে, আপনাকে জরিমানা দিতে হবে। অনেক ব্যাঙ্ক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করছে।

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে - ১ এপ্রিল থেকে, আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে, আপনাকে জরিমানা দিতে হবে। অনেক ব্যাঙ্ক তাদের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করছে।

6 / 8
এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ - ১ মে থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। আগে ১৭ টাকা দিতে হত কিন্তু এখন তা বাড়িয়ে ১৯ টাকা করা হয়েছে। এছাড়াও, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স চেকের মতো অ-আর্থিক লেনদেনের জন্য বর্তমানে ৬ টাকা চার্জ প্রযোজ্য ছিল যা বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে।

এটিএম থেকে টাকা তোলার জন্য চার্জ - ১ মে থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। আগে ১৭ টাকা দিতে হত কিন্তু এখন তা বাড়িয়ে ১৯ টাকা করা হয়েছে। এছাড়াও, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স চেকের মতো অ-আর্থিক লেনদেনের জন্য বর্তমানে ৬ টাকা চার্জ প্রযোজ্য ছিল যা বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে।

7 / 8
গাড়ির দাম - ১ এপ্রিল থেকে, বেশ কিছু বড় বড় অটোমোবাইল সংস্থা নির্মারা তাদের গাড়ির দাম বাড়াচ্ছে। মারুতির দাম বাড়ছে ৪ শতাংশ পর্যন্ত। হুন্ডাই, মাহিন্দ্রা, টাটা মোটরস, রেনল্ট এবং কিয়ার মতো কোম্পানিগুলি ২ থেকে ৪ শতাংশ দাম বাড়াতে পারে।

গাড়ির দাম - ১ এপ্রিল থেকে, বেশ কিছু বড় বড় অটোমোবাইল সংস্থা নির্মারা তাদের গাড়ির দাম বাড়াচ্ছে। মারুতির দাম বাড়ছে ৪ শতাংশ পর্যন্ত। হুন্ডাই, মাহিন্দ্রা, টাটা মোটরস, রেনল্ট এবং কিয়ার মতো কোম্পানিগুলি ২ থেকে ৪ শতাংশ দাম বাড়াতে পারে।

8 / 8
Follow Us: