Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs SRH, IPL 2025 Highlights: দিল্লির দুরন্ত জয়, ভাইজ্যাগে হল না হায়দরাবাদের সূর্যোদয়

| Updated on: Mar 30, 2025 | 7:31 PM

Delhi Capitals vs Sunrisers Hyderabad, Live Score in Bengali: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জোড়া জয়। ভাইজ্যাগে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে অক্ষরের দিল্লি। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs SRH, IPL 2025 Highlights: দিল্লির দুরন্ত জয়, ভাইজ্যাগে হল না হায়দরাবাদের সূর্যোদয়
মুখোমুখি দিল্লি-হায়দরাবাদImage Credit source: TV9 Bangla Graphics

কলকাতা: রবিবাসরীয় আইপিএলে (IPL) আজ জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে মুখোমুখি হয়েছিল অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে অরেঞ্জ আর্মি প্রথমে ব্যাটিং বেছে নেয়। এরপর ১৬৩ রানে অলআউট হয় সানরাইজার্স হায়দরাবাদ। অনিকেত ভার্মা ছাড়া সেই অর্থে কেউ দাগ কাটতে পারেননি। মিচেল স্টার্ক তুলে নেন ৫ উইকেট। এরপর ২৪ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। কোন পথে এল দিল্লির জয়, এই ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 30 Mar 2025 07:24 PM (IST)

    DC vs SRH, IPL 2025: কোন পথে জিতল দিল্লি?

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ভাইজ্যাগে কোন পথে জিতল দিল্লি ক্যাপিটালস?

    পড়ুন বিস্তারিত – DC vs SRH, IPL Match Result: স্টার্কের শিকার ৫, ম্যাচ জেতানো ইনিংস ডু’প্লেসি-অভিষেকের

  • 30 Mar 2025 06:41 PM (IST)

    DC vs SRH, IPL 2025: দিল্লির দারুণ জয়

    ২৪ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসের সহজ জয়। ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন অভিষেক পোড়েল।

  • 30 Mar 2025 06:35 PM (IST)

    DC vs SRH, IPL 2025: খেলা বাকি ৫ ওভারের

    ক্রিজে অভিষেক পোড়েল (২৭*) ও ত্রিস্টান স্টাবস (৮*)। জিততে হলে দিল্লিকে এ বার তুলতে হবে ৩০ বলে ১৪ রান।

  • 30 Mar 2025 06:15 PM (IST)

    DC vs SRH, IPL 2025: ১০ ওভারে দিল্লি ৯৬/২

    দশম ওভারের শেষ বলে জিশান আনসারি তুলে নেন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের উইকেট। ৩২ বলে ৩৮ করেন অজি ওপেনার।

  • 30 Mar 2025 05:28 PM (IST)

    DC vs SRH, IPL 2025: রান তাড়ায় নামল দিল্লি

    • দিল্লি ক্যাপিটালসের টার্গেট ১৬৪।
    • ওপেনিংয়ে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ও ফাফ ডু’প্লেসি।
  • 30 Mar 2025 05:12 PM (IST)

    DC vs SRH, IPL 2025: হায়দরাবাদের ইনিংস শেষ

    • ১৮.৪ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস শেষ।
    • মিচেল স্টার্কের ঝুলিতে ৫ উইকেট।
    • ১৬৩ রানে অলআউট অরেঞ্জ আর্মি।
    • জিততে হলে অক্ষরের দিল্লিকে তুলতে হবে ১৬৪ রান।
  • 30 Mar 2025 04:51 PM (IST)

    DC vs SRH, IPL 2025: অনিকেতের হাফসেঞ্চুরি

    অরেঞ্জ আর্মির জার্সিতে প্রথম হাফসেঞ্চুরি অনিকেত ভার্মার। এটি তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও।

  • 30 Mar 2025 04:40 PM (IST)

    DC vs SRH, IPL 2025: অ্যাটাকে কুলদীপ

    কুলদীপ যাদব তুলে নিলেন অভিনব মনোহরের উইকেট। ৬ বলে করলেন মাত্র ৪ রান। ১২ ওভারে ৬ উইকেট খুইয়ে ফেলল হায়দরাবাদ।

  • 30 Mar 2025 04:33 PM (IST)

    DC vs SRH, IPL 2025: ক্লাসেন আউট

    হেনরিখ ক্লাসেন ছন্দে ছিলেন। অনিকেত ভার্মার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই বিপত্তি। মোহিত শর্মা তুলে নিলেন ক্লাসেনের উইকেট। ১৯ বলে ৩২ রান করে মাঠ ছাড়লেন ক্লাসেন।

  • 30 Mar 2025 04:31 PM (IST)

    DC vs SRH, IPL 2025: ১০ ওভার শেষ

    • অরেঞ্জ আর্মির ১০ ওভারের খেলা শেষ।
    • ৪ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ।
    • টিমকে টানছেন অনিকেত ও ক্লাসেন।
  • 30 Mar 2025 04:10 PM (IST)

    DC vs SRH, IPL 2025: পাওয়ার প্লে শেষ

    • হায়দরাবাদের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • এর মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলেছে অরেঞ্জ আর্মি।
    • স্কোরবোর্ডে পাওয়ার প্লে-তে সানরাইজার্স হায়দরাবাদ তুলেছে ৫৮ রান।
    • হেনরিখ ক্লাসেন ১৭ রানে অপরাজিত রয়েছেন।
    • অনিকেত ভার্মা ৯ বলে ৮ রানে নট আউট রয়েছেন।
  • 30 Mar 2025 04:00 PM (IST)

    DC vs SRH, IPL 2025: হেড আউট

    অনবদ্য ছন্দে মিচেল স্টার্ক। এক ওভারে জোড়া উইকেট নিয়ে থেমে যাননি তিনি। পঞ্চম ওভারের প্রথম বলে ট্রাভিস হেডের উইকেট তুলে নেন স্টার্ক।

  • 30 Mar 2025 03:52 PM (IST)

    DC vs SRH, IPL 2025: স্টার্কের শিকার এ বার নীতীশ

    তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের প্রথম বলে ঈশান কিষাণের উইকেট তুলে নেন স্টার্ক। এরপর সেই ওভারের তৃতীয় বলে নীতীশ কুমার রেড্ডিকে ফেরান অজি তারকা স্টার্ক।

  • 30 Mar 2025 03:49 PM (IST)

    DC vs SRH, IPL 2025: ঈশান ফিরলেন ড্রেসিংরুমে

    দুরন্ত ছন্দে মিচেল স্টার্ক। তৃতীয় ওভারের প্রথম বলে তুলে নিলেন ঈশান কিষাণের উইকেট। ৫ বলে ২ রান ঈশানের।

  • 30 Mar 2025 03:39 PM (IST)

    DC vs SRH, IPL 2025: হায়দরাবাদের প্রথম উইকেটের পতন

    প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট হারাল হায়দরাবাদ। রান আউট অভিষেক শর্মা। ট্রাভিস হেডকে ইয়র্কার দিয়েছিলেন মিচেল স্টার্ক। সিঙ্গল নেওয়ার জন্য কল করেন হেড। সময়মতো পৌঁছতে পারেননি অভিষেক।

  • 30 Mar 2025 03:16 PM (IST)

    DC vs SRH, IPL 2025: একাদশ আপডেট

    বিশাখাপত্তনমে প্রথমে ব্যাটিং করবে সানরাইজার্স। কিন্তু স্টার্কের বিরুদ্ধে প্রথম স্ট্রাইক কে নেবেন, এটা কিন্তু প্রশ্ন। গত বছর প্রথম কোয়ালিফায়ারের পর স্টার্কের বিরুদ্ধে হেড স্ট্রাইক নেবেন কি না, সন্দেহ রয়েছে। দেখে নেওয়া যাক দু-দলের কম্বিনেশন:

    দিল্লি ক্যাপিটালস একাদশ: ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার

    ইমপ্যাক্ট অপশন-করুণ নায়ার, আশুতোষ শর্মা, সমীর রিজভি, ডোনোভান ফেরেরা, ত্রিপুরানা বিজয়

    সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, জিশান আনসারি, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি

    ইমপ্যাক্ট অপশন: সচিন বেবি, ঈশান মালিঙ্গা, সিমরজিৎ সিং, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার

  • 30 Mar 2025 03:08 PM (IST)

    DC vs SRH, IPL 2025: ব্যাটিংয়ের সিদ্ধান্ত কামিন্সের

    বিশাখাপত্তনমে হোম ম্যাচ খেলছে দিল্লি ক্যাপিটালস। আজ তারা মুখোমুখি বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত প্যাট কামিন্সের। প্রত্যাশামতোই দিল্লি একাদশে লোকেশ রাহুল। কিপিংও করবেন তিনি!

  • 30 Mar 2025 02:50 PM (IST)

    DC vs SRH, IPL 2025: কমলাব্রিগেডের ম্যাচ ভাইবস…

    ১৮তম আইপিএলে বেশ শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। জয় দিয়ে মরসুম শুরু করে দ্বিতীয় ম্যাচে কামিন্সরা হেরেছেন বলে, এই টিমকে খাটো করে দেখার নেই। বরং পাল্টা দিতে বরাবর জানে অরেঞ্জ আর্মি। তারাই তুলে ধরল তাদের ম্যাচ ডে ভাইবস।

  • 30 Mar 2025 02:38 PM (IST)

    DC vs SRH, IPL 2025: বোলিংয়ের জন্য সামি তৈরি, তাঁকে সামলাতে দিল্লি তৈরি তো?

    এ বারের আইপিএলে অরেঞ্জ জার্সিতে প্যাট কামিন্সের ভরসা মহম্মদ সামি। ভারতীয় টিমের তারকা পেসার দিল্লির বিরুদ্ধে বোলিংয়ের জন্য তৈরি। হায়দরাবাদের সোশ্যাল মিডিয়া সাইট তেমনই বলছে।

  • 30 Mar 2025 02:27 PM (IST)

    DC vs SRH, IPL 2025: স্টেডিয়ামে পৌঁছে গেলেন অক্ষররা

    ভাইজ্যাগে দিল্লি ক্যাপিটালসের আজ হোম ম্যাচ। সামনে অরেঞ্জ আর্মি। স্টেডিয়ামে পৌঁছে গেলেন অক্ষর প্যাটেলরা।

  • 30 Mar 2025 01:52 PM (IST)

    DC vs SRH, IPL 2025: দিল্লি-হায়দরাবাদ তৈরি, আর আপনারা?

    মঞ্চ তৈরি। তৈরি দুই দল। এ বার শুধু ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। দুটো দলের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। দিল্লি এক ম্যাচ খেলেছে। তাতে জিতে এই পয়েন্ট পেয়েছে। আর হায়দরাবাদ ২টি ম্যাচ খেলে একটিতে জিতে ২ পয়েন্ট পেয়েছে।

  • 30 Mar 2025 01:43 PM (IST)

    DC vs SRH, IPL 2025: ম্যাচ শুরুর আগে পড়ুন প্রিভিউ

    দিল্লি ক্যাপিটালস এ মরসুমে একটি ম্যাচই খেলেছে। তারা দুটো ভেনুতে হোম ম্যাচ খেলবে। গত ম্যাচের মতো সানরাইজার্সের বিরুদ্ধেও বিশাখাপত্তনমে হোম ম্যাচ। তার আগে আরও খুশির খবর দিল্লি শিবিরে। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলেননি লোকেশ রাহুল।

    পড়ুন বিস্তারিত – DC vs SRH Playing XI IPL 2025: নতুন দলে অভিষেক রাহুলের, হেড বনাম স্টার্ক; কী হবে কম্বিনেশন?

  • 30 Mar 2025 01:32 PM (IST)

    DC vs SRH, IPL 2025: সানডে-র প্রথম ম্যাচ

    আজ রবিবার আইপিএলে রয়েছে জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচ বিশাখাপত্তনমে। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

Published On - Mar 30,2025 1:30 PM

Follow Us: