Murshidabad: পাঁচ দিন ধরে নেই কোনও খোঁজ, জেল থেকে পালাল বিচারাধীন বন্দি
Murshidabad: ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা মুক্ত সংশোধনাগারে। বুধবার থেকে নিখোঁজ খুনের ঘটনায় সাজা প্রাপ্ত বন্দি। অভিযুক্তের নাম তাপস বিশ্বাস। তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার বেছারিয়া মাঠপাড়া গ্রামে।

মুর্শিদাবাদ: জেল থেকে পালিয়ে গেল সাজাপ্রাপ্ত বন্দি। প্রায় পাঁচ দিন হয়ে গেল এখনও মেলেনি খোঁজ। পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। সম্প্রতি জেলে বসে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি ফোন করে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠছিল। সূত্রের খবর, তাঁর কাছ থেকে মিলেছিল মোবাইল ফোনও। আর এবার পালিয়ে গেল বন্দি।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা মুক্ত সংশোধনাগারে। বুধবার থেকে নিখোঁজ খুনের ঘটনায় সাজা প্রাপ্ত বন্দি। অভিযুক্তের নাম তাপস বিশ্বাস। তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানার বেছারিয়া মাঠপাড়া গ্রামে। কয়েকদিন আগে লালগোলা মুক্ত সংশোধনাগারে এসেছিল এই অভিযুক্ত। মুক্ত জেলার নিয়ম মত সেখানে বন্দি অভিযুক্তরা সকালে জেল থেকে বেরিয়ে কাজে যান। কাজের শেষে আবার ফিরে আসেন বিকেলের মধ্যে। তাপসও বুধবার সকালে জেল থেকে বেরিয়ে গিয়েছিলেন। তবে বিকেলে আর জেলে ফেরেনি। ঘটনায় লালগোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় জেল কর্তৃপক্ষের তরফ থেকে।
লালগোলা মুক্ত সংশোধনাগার ও কৃষ্ণনগর মুক্ত সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তম কুমার বলেন, “লালগোলা মুক্ত সংশোধনাগারের কনসেপ্ট অন্যান্য জেলের তুলনায় আলাদা। সকলেই সকালে কাজে যায়। আবার ফিরেও আসেন। কিন্তু এই ব্যক্তি ফেরেননি। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”





