Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premium on World War 3: তৃতীয় বিশ্বযুদ্ধ লাগল বলে! ট্রাম্পের একটা চালে টুকরো টুকরো পৃথিবী, ভারত কার দিকে?

Tariff War: চিন আমেরিকার প্রতিযোগী ছিল বরাবরই। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসাবে যখন বিশ্বসেরা হয়ে উঠছে চিন, তখন ট্রাম্প তাদের ঘাড়ে শুল্কের কোপ বসিয়েছেন। তবে চিন তো ছেড়ে কথা বলার পাত্র নয়। তারা বলেছে,আমেরিকাকে এভাবে 'বুলি' করতে দেবে না। শেষ দেখে ছাড়বে।

Premium on World War 3: তৃতীয় বিশ্বযুদ্ধ লাগল বলে! ট্রাম্পের একটা চালে টুকরো টুকরো পৃথিবী, ভারত কার দিকে?
Follow Us:
| Updated on: Mar 12, 2025 | 1:38 PM

“এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার”। ভালবাসার কথা জানা নেই, তবে যুদ্ধের মুডে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবার সামরিক যুদ্ধে বিশ্বাসী নন, লড়াই করছেন স্নায়ুর। চাপ বাড়াচ্ছেন একের পর এক দেশের উপরে। সেই চাপ এমন যে হয় অন্য দেশকে আমেরিকার কাছে নতিস্বীকার করতে হবে, নাহলে সরাসরি যুদ্ধ করতে হবে। তবে এই যুদ্ধ হতে চলেছে অত্যন্ত ব্যয়বহুল। প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবে, যুদ্ধের প্রভাব পড়বে মারাত্মক। জানুয়ারি মাস থেকেই আকাশে-বাতাসে যুদ্ধ-যুদ্ধ গন্ধ। তবে রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল-প্যালেস্তাইনের মতো এবার আর অস্ত্রের ঝনঝনানি বা ট্যাঙ্কারের শব্দ শোনা যাচ্ছে না। এই যুদ্ধ হতে চলেছে অন্যরকম। এটা পেটের লড়াই। এক দেশ আরেক দেশকে ভাতে-পাতে মারতে চাইছে।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন