হুঁশিয়ারি জ্যোতিষীর; ঠাকুমা জয়া বচ্চনই নাকি হবেন আরাধ্যার চিরশত্রু
Aaradhya Bachchan Fate: আরাধ্যা নামের অর্থ আরাধনা। সেই নামকরণ হলে নাকি বচ্চনদের গৃহে শান্তি বিরাজ করবে। আরাধ্যার নিউমেরোলজি ৪১, অর্থাৎ ৪+১=৫। এই সংখ্যার কারণে আরাধ্যার নাকি বিচারবিবেচনা বোধ খুবই ভাল। বোকামি একেবারেই পছন্দ করবে না সে। ঠাকুমার জয়া নাকি হবে তাঁর চিরশত্রু।

বাবা-মায়ের মধ্যে নাকি অশান্তি চরমে এখন। অভিষেক বচ্চন এবং আরাধ্যা বচ্চনের মধ্যে নাকি সম্পর্কটা আর আগের মতো একেবারেই নেই। অভিষেক-ঐশ্বর্যর নাকি বিয়েটাই ভেঙে যাবে এবার। কিন্তু তাঁরা নাকি স্বামী-স্ত্রী হিসেবে রয়েছেন কন্যা আরাধ্যার জন্যই। মেয়েকে দুই তারকাই দারুণ ভালবাসেন। তবে আরাধ্যাকে নিজের সঙ্গে ২৪ ঘণ্টাই রেখে দেন ঐশ্বর্য। এক মুহূর্তও চোখের আড়াল করেন না তাকে।
কিন্তু জানেন কি, এই আরাধ্যার জীবনে বাবা অভিষেকই নাকি সবচেয়ে পয়া ব্যক্তি। তেমনটাই নাকি বলেছিলেন বচ্চনদের এক জ্যোতিষী, যে কারণে আরাধ্যার নামেও সেই ইঙ্গিতই রাখা হয়েছে।
আরাধ্যা নামের অর্থ আরাধনা। সেই নামকরণ হলে নাকি বচ্চনদের গৃহে শান্তি বিরাজ করবে। আরাধ্যার নিউমেরোলজি ৪১, অর্থাৎ ৪+১=৫। এই সংখ্যার কারণে আরাধ্যার নাকি বিচারবিবেচনা বোধ খুবই ভাল। বোকামি একেবারেই পছন্দ করবে না সে।
মিথুন রাশির কন্যা আরাধ্যা। সেই অনুযায়ী, আরাধ্যার নাম ‘ক’ অক্ষর দিয়ে শুরু হওয়া উচিত ছিল। ২০১১ সালের ১৬ নভেম্বর আরাধ্য়ার জন্ম হয়। রাশি এবং নক্ষত্র অনুযায়ী, আরাধ্যা এক স্পর্শকাতর কন্যা। সর্বক্ষণ ভালবাসার সন্ধান করবে সে। বচ্চন পরিবারের নয়নের মণি হবে সে। বলা হচ্ছে, ঠাকুরদা অমিতাভের সঙ্গেই সবচেয়ে বেশি ভাব হবে আরাধ্যার। তারপর মা ঐশ্বর্যর সঙ্গে ভাব হবে বেশি। বাবার কারণে জীবনের উন্নতি এলেও মাকেই নাকি বেশি ভালবাসবে আরাধ্যা। ঠাকুমার সঙ্গে সবসময়ই মতের অমিল থাকবে তাঁর, এমন কথাও বলেছিলেন জ্যোতিষী।





