২০১৭ সালের তামিল সুপারহিট অ্যাকশন-থ্রিলার ছবি ‘বিক্রম বেধা’ হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন ঋত্বিক রোশন ও সইফ আলি খান। ছবিটি পরিচালনা করবেন ডুয়ো পরিচালক পুষ্কর-গায়েত্রী। এই জুটি তামিল ছবিটি পরিচালনা করেছিলেন। তামিল ছবিতে মাধবন এবং বিজয় শেতুপতিরা তাঁদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন।
হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে থাকছেন সইফ-ঋত্বিক। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বিক্রম বেধা’। ফিল্মটি বিক্রম-বেতালের প্রাচীন কাহিনির গল্পে নির্মিত। যেখানে একজন গ্যাংস্টার তার নিজের জীবনের নতুন-নতুন গল্পের বর্ণনা দিয়ে একজন কর্তব্যপরায়ণ পুলিশের হাত থেকে বেঁচে যায়।
এর আগে খবরে ছিল, যে আমির খান বেদার চরিত্রে অভিনয় করতে চলেছেন। ‘পিকে’ খ্যাত তারকা এই ফিল্ম থেকে পিছিয়ে এসেছেন, এবং এর কারণ আমির ছাড়া আর কেউ জানে না। আমিরের পরিবর্তে ছবির কাস্টিংয়ে জায়গা করে নিয়েছেন হ্যান্ডসাম হাঙ্ক ঋত্বিক রোশন।
অন্যদিকে সইফকে ‘ভূত পুলিশ’ ছবিতে দেখা যাবে। যেখানে তাঁকে ভূতধরার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সইফ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং ইয়ামি গৌতম। ঋত্বিক তাঁর পরের ছবিতে প্রথমবার দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির নাম ‘ফাইটার’। ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ছবি হতে চলেছে ‘ফাইটার’।
আরও পড়ুন Sreelekha Mitra: নাক ‘উঁচু’ শ্রীলেখা! নতুন লুকের ছবিতে অভিনেত্রী কি ‘গান্ধী’?