দিদির মতো হতে হবে, এই আকাঙ্খায় কাজলকে হিংসে করতেন তানিশা!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 10, 2021 | 11:50 AM

Tanishaa Mukerji Kajol: ২০০৩-এ বলিউড ডেবিউ করেন তানিশা। কাজল তখন নামজাদা অভিনেত্রী। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবি ততদিনে কাজল ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে ফেলেছেন।

দিদির মতো হতে হবে, এই আকাঙ্খায় কাজলকে হিংসে করতেন তানিশা!
তানিশা এবং কাজল।

Follow Us

কাজল এবং তানিশা মুখোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেত্রী তনুজার দুই মেয়ে। অভিনেত্রী হিসেবে মায়ের মতোই সফল কাজল। তানিশাও মা এবং দিদির মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন ঠিকই। কিন্তু সাফল্য অধরাই থাকে। তানিশা নাকি দিদির মতো হতে চাইতেন। দিদির মতো দেখতে, দিদির মতো অভিনয় কোনওটাই তাঁর হয়নি। সে জন্য দিদিকে হিংসে করতেন তিনি! দুই বোনের মধ্যে এমন সম্পর্ক বহু পরিবারে রয়েছে। কাজল, তানিশাও তার ব্যতিক্রম নন। সদ্য এ কথা প্রকাশ্যে স্বীকার করেছেন তানিশা।

২০০৩-এ বলিউড ডেবিউ করেন তানিশাকাজল তখন নামজাদা অভিনেত্রী। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবি ততদিনে কাজল ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে ফেলেছেন। কিন্তু চেষ্টা করেও দিদির মতো সাফল্য অধরাই থেকে গিয়েছে তানিশার। দিদির সঙ্গে তাঁর কোনও কিছুতেই মিল ছিল না।

সদ্য এক সাক্ষাৎকারে তানিশা বলেন, “আমার কেরিয়ারের শুরুর দিকে সকলে ভাবত আমি কাজলের মতো দেখতে হব, ওর মতো অভিনয় করব, ওর থেকেও বেশি সাফল্য পাব। আমি ভাবতাম, আমি তো কাজল নই। ও আমার থেকে লম্বা, ওর সবুজ চোখ, কোঁকড়া চুল, কোনওটাই আমার মতো নয়। আমি নিশ্চিত ও যখন শুরু করেছিল, সবাই ভেবেছিল ও মায়ের মতো হবে। মা কিন্তু সব সময় আমাদের বলত, তোমরা আলাদা মানুষ। নিজের মতো হও। নিজের মতো হলেই সাফল্য পাবে।”

তবে বয়স যখন কম ছিল দিদির সঙ্গে তুলনায় নাকি মন খারাপ হয়ে যেত তানিশার। কখনও সে জন্য হিংসেও করেছেন দিদিকে। তাঁর মতে, পৃথিবীতে কোনও মানুষকেই অন্য একটা মানুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। প্রত্যেকেরই নিজস্বতা রয়েছে। এটা অনেক সময় ইন্ডাস্ট্রি তো বটেই, তাঁদের পরিবারের সদস্যরাও নাকি বুঝতে চাইতেন না।

আপাতত তানিশার হাতে রয়েছে হরর ড্রামা ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপ্টার’। যেখানে বলিউড ডেবিউ করবেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। বিশাল মিশ্র পরিচালিত এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি।

আরও পড়ুন, প্রেগন্যান্সির স্পেশ্যাল ফটোশুট শেয়ার করলেন শ্রাবন্তী

Next Article