Ranveer Singh and Deepika Padukone: বিয়ার গ্রিলসের অ্যাডভঞ্চার শো-তে রণবীর, দীপিকা ‘পাঠান’-এর অ্যাকশন সিকোয়েন্সে

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 10, 2021 | 9:49 AM

শাহরুখ খান ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবির শুটিং শুরু করেছেন দীপিকা পাডুকোন।

Ranveer Singh and Deepika Padukone: বিয়ার গ্রিলসের অ্যাডভঞ্চার শো-তে রণবীর, দীপিকা পাঠান-এর অ্যাকশন সিকোয়েন্সে
রণবীর-দীপিকা।

Follow Us

ব্রিটিশ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশন-প্যাকড অ্যাডভেঞ্চার শোতে দেখা যাবে খিলজিকে অর্থাৎ রণবীর সিংকে। শোয়ের আইডিয়া একেবারে গ্রিলসের এবং নির্মাতারা মনে করেন যে রণবীর সিং এই অনন্য শোয়ের জন্য একেবারে যথাযথ তারকা। বহুল প্রতীক্ষিত শোয়ের রয়েছে এক নতুন আপডেট ।‘সিম্বা’ অভিনেতা ইতিমধ্যে শুটিংয়ের জন্য রওনা দিয়েছেন। “রণবীর ইতিমধ্যে বিয়ার গ্রিলসের সঙ্গে তাঁর শুটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং একসঙ্গে কাজ নিয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত। পূর্ব ইউরোপীয় কোনও দেশে তাঁরা শুটিং করবেন, এবং রণবীর অ্যাডভেঞ্চারের জন্য পুরোপুরি প্রস্তুত, ” সূত্রের খবর। খবরে এও শোনা যাচ্ছে বিরাট বাজেট নিয়েই শো- নির্মাতারা ময়দানে নেমেছেন।

 

 

অন্যদিকে, শাহরুখ খান ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবির শুটিং শুরু করেছেন দীপিকা পাডুকোন। মুম্বইয়ের যশ রাজ ফিল্মমস স্টুডিয়োতে গত জুন মাস থেকে সিদ্ধার্থ আনন্দ পরিচালনায় ছবির  শুটিং শুরু করে ফেলেছেন কিং খান।

“দীপিকা অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তারপর শুটিং শুরু করেছেন। অভিনেতারা বিদেশে শুটিং শিডিউলে যাওয়ার আগে মুম্বইয়ের শিডিউল কিছু দিনের মধ্যেই শেষ করে ফেলতে চলেছেন। ‘পাঠান’ ছাড়াও, দীপিকার পাইপলাইনে রয়েছে বেশ কয়েকটি প্রোজেক্ট। ‘ ৮৩’, ‘ফাইটার’, ‘পাঠান’ এবং ন্যান্সি মেয়ার্স ২০১৫ সালের হলিউড ছবি দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেক। অন্যদিকে, ‘দ্য বিগ পিকচার’ শোয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর। ‘ ৮৩’, ‘সূর্যবংশীট, ‘জয়েশভাই জোরদার’, ‘সার্কাস’, এবং ব্লকবাস্টার ছবি ‘আন্নিয়ান’-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও অভিনয় করবেন রণবীর। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আলিয়া ভাট।

 

আরও পড়ুন Salman Khan: মার-দাঙ্গার শুটিং শেষ! কবে রিলিজ করছে ভাইজান অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অন্তিম’?

Next Article