Salman Khan: মার-দাঙ্গার শুটিং শেষ! কবে রিলিজ করছে ভাইজান অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অন্তিম’?

ভাইজান ‘অন্তিম’ শেষ করার পরে ‘টাইগার-থ্রি’ এর শুটিং করতে চলেছেন। ‘যশ রাজ ফিল্ম’ স্টুডিয়োতে প্রাক-লকডাউনে ছবিটির জন্য কয়েক দিন শুটিংও করেছেন সলমন।  ছবিটি শেষ করে সলমন ‘কিক-২’-এর শুটিং শুরু করবেন।

Salman Khan: মার-দাঙ্গার শুটিং শেষ! কবে রিলিজ করছে ভাইজান অভিনীত অ্যাকশন থ্রিলার 'অন্তিম'?
'অন্তিম' লুকে সলমন-আয়ুষ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 8:56 AM

ছবির শুটিং শেষ। সলমন অভিনীত ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কিছু শুটিং প্যাচওয়ার্ক বাকি ছিল যা মুম্বইতে শেষ হল। ‘অন্তিম’ টিম শীঘ্রই ছবির ফার্স্ট লুকের পোস্টার সহ মুক্তির তারিখ ঘোষণা করতে চলেছে। ছবিতে সুপারস্টার সলমন খান ছাড়া রয়েছেন তাঁর শ্যালক আয়ুশ শর্মা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আয়ুশ  এবং প্রজ্ঞা জসওয়াল। অ্যাকশন থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমন খান ফিল্মস।২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালশি প্যাটার্ন’-এর গল্প অবলম্বনে নির্মিত।

মহেশ মঞ্জরেকর সম্প্রতি বলেন যে অক্টোবর মাস কিংবা তারপরেও প্রেক্ষাগৃহের দরজা খোলার প্রত্যাশা তিনি করেন না। তা-ই  ‘অন্তিম’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

‘অন্তিম’ মারাঠি ফিল্মের ‘মালশি প্যাটার্ন’-এর হিন্দি রিমেক। এটি পরিচালনা করেছেন মহেশ মঞ্জেরেকর। গত বছর ডিসেম্বরে নির্মাতারা ছবিটির একটি টিজার শেয়ারও করেছিলেন। এক লড়াইয়ে দেখা যায় সলমন এবং আয়ুষ শর্মাকে। সলমন খানের মাথায় পাগড়ি। পরনে ছাই রঙা ট্রাউজার, গায়ে ব্ল্যাক শার্ট। হাতে বালা। চোখে কালো সানগ্লাস। গলায় লকেট। সে লুক প্রকাশ্যে আসতে তা নিয়ে জল্পনা কম হয়নি। অন্যদিকে আয়ুশ শর্মার পেটানো চেহারা। সিক্স প্যাক। দৌড়ে এসে এক ঘুষি চালালেন সলমনের দিকে। আর সলমন জাস্ট এক হাতে সে ঘুষি থামালেন।

আয়ুষ ছবির জন্য ভীষণ প্রস্তুতি নিয়েছিলেন এবং হয়ে উঠেছেন একেবারে মাসল ম্যান। ছবির একটি নেগেটিভ চরিত্রে দেথা যাবে যিশু সেনগুপ্তকেও। ভাইজান ‘অন্তিম’ শেষ করার পরে ‘টাইগার-থ্রি’ এর শুটিং করতে চলেছেন। ‘যশ রাজ ফিল্ম’ স্টুডিয়োতে প্রাক-লকডাউনে ছবিটির জন্য কয়েক দিন শুটিংও করেছেন সলমন।  ছবিটি শেষ করে সলমন ‘কিক-২’-এর শুটিং শুরু করবেন।

আরও পড়ুন Salman khan: জালিয়াত সলমন খান! ভাইজানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের ব্যবসায়ীর