প্রেগন্যান্সির স্পেশ্যাল ফটোশুট শেয়ার করলেন শ্রাবন্তী

Srabanti Banerjee: শ্রাবন্তীকে যাঁরা পেশার খাতিরে চেনেন, অথবা তাঁকে সোশ্যালি ফলো করেন, তাঁরা জানেন তিনি ফিটনেস ফ্রিক।

প্রেগন্যান্সির স্পেশ্যাল ফটোশুট শেয়ার করলেন শ্রাবন্তী
শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 9:56 PM

সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির ছবি শেয়ার করেছিলেন আগেই। ‘মাই প্রেগন্যান্সি জার্নি’ হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। এ বার প্রেগন্যান্সি ফটোশুটের ঝলক সোশ্যাল ওয়ালেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন।

ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘আপনি সন্তান সম্ভবা মানে আপনি শক্তিশালী। আপনার বোল্ডনেস, সৌন্দর্য নিয়ে এগিয়ে যান। আপনার শরীরকে বিশ্বাস করুন। বিশ্বব্যাপী মহিলাদের সম্মিলিত শক্তি আপনার সঙ্গে থাকবে, এটা বিশ্বাস করুন।’

সন্তান আগমনের খবর জানানোর সময় শ্রাবন্তী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি এবং তাঁর স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। আর কিছু দিনের মধ্যেই অতিথির আগমন হবে, সে কথাও স্পষ্ট করে জানিয়েছেন। তাঁদেরকে এমন উপহার দেওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

শ্রাবন্তীকে যাঁরা পেশার খাতিরে চেনেন, অথবা তাঁকে সোশ্যালি ফলো করেন, তাঁরা জানেন তিনি ফিটনেস ফ্রিক। পেশার খাতিরে ফিট থাকা তাঁর কর্তব্য। প্রেগন্যান্সি পিরিয়ডেও শারীরিক ভাবে ফিট থাকছেন। একই সঙ্গে মনের সুস্থতার দিকেও নজর দিয়েছেন অভিনেত্রী। আপাতত ফোকাসে সন্তান এবং পরিবার। সন্তান জন্মের পর তাকে সময় দেওয়াই প্রায়োরিটি শ্রাবন্তীর। সন্তান একটু বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, ‘ডান্স দিওয়ানে’র তরফে আর্থিক সাহায্য পেয়ে কেঁদে ফেললেন শগুফতা আলি