‘এত কীসের অহংকার’– সোশ্যাল মিডিয়ায় আরও একবার সুতীব্র ট্রোলের শিকার হলেন পরিচালক করণ জোহর। হাসিমুখে রাখী সাওয়ান্ত তাঁর দিকে এগিয়ে গেলে কথা বলা তো দূর একবারের জন্যও ফিরেও তাকালেন না তিনি। আর এতেই মারাত্মক চটেছেন রাখীর ভক্তরা। একদিকে যেমন করণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা, অন্যদিকে তেমনি রামচরণ ও এনটিআর জুনিয়রকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। ঠিক কী হয়েছে?
আরআরআরের সাকসেস পার্টি ছিল। আমন্ত্রিত ছিল প্রায় গোটা বলিউড। রাখী সাওয়ান্তও হাজির ছিলেন। সেখানেই লাইভ ভিডিয়ো করতে শুরু করেন রাখী। প্রথমে যান রামচরণের কাছে। রাখীকে বলতে শোনা যায়, ছবি তাঁর ভীষণ ভাল লেগেছে। ‘নাচো নাচো’ গানের সঙ্গে রামকে নাচ করতেও অনুরোধ জানান তিনি। সেই অনুরোধ রাম না রাখলেও রাখীর সঙ্গে হেসেই কথা বলেন সুপারস্টার। কিন্তু ক্যামেরা নিয়ে করণ জোহরের কাছে গিয়ে হাই বলা তো দূর, রাখীর দিকে ফিরেও তাকাতে দেখা যায়নি করণকে। বরং রাখীকে উপেক্ষা করে পাশে দাঁড়ানো অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলা শুরু করেন করণ। এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি, আর হওয়া মাত্রই করণের উপর ক্ষোভে ফেটে পড়ে নেটপাড়া। তাঁর আচরণ নিয়ে ওঠে প্রশ্ন।
তবে রাখী যদিও গোটা ঘটনাটিকে অপমান হিসেবে মানতে নারাজ। তাঁর বক্তব্য, “করণ ভাই বেস্ট। তিনি আমাকে কখনও এড়িয়ে যান না। আমায় খুব ভালবাসেন। আমি যখন ভিডিয়ো বানাচ্ছিলাম তখন তিনি বেশ ব্যস্ত ছিলেন। জুনিয়র এনটিআরের সঙ্গে কথা বলছিলেন।” করণের সঙ্গে সেদিনের অনুষ্ঠানের এক ছবিও শেয়ার করেছেন তিনি। রাখী শংসাপত্র দিলেও মন ভেজেনি ভক্তদের। তাঁদের একটাই বক্তব্য, “শত ব্যস্ততার মধ্যে এনটিআর-রামচরণ কথা বললেও করণ কি একবারেও জন্য হাইও বলতে পারতেন না”। করণের তরফে যদিও এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন:Ankush-Oindrila: অঙ্কুশের জীবনে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন ঐন্দ্রিলা, মধ্যে তৃতীয় ব্যক্তি?