Kartik Aaryan Movie: আশিকি সিরিজ়ে এবার কার্তিক আরিয়ান, প্রথম লুকেই ভাইরাল রুহবাবা

Aashiqui 3: কার্তিক পোস্টটির ক্যাপশন দিয়েছেন: "আব তেরে বিন জি লেঙ্গে হাম। জেহের জিন্দেগি কা পাই লেঙ্গে হাম।

Kartik Aaryan Movie: আশিকি সিরিজ়ে এবার কার্তিক আরিয়ান, প্রথম লুকেই ভাইরাল রুহবাবা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 7:30 PM

চলতি বছরে কার্তিক আরিয়ানের ভাগ্য বদলেছে পলকে। যে ছবি প্রথম থেকেই শুরু করেছিল বিতর্ক, যে ছবিতে অক্ষয়ের দাবিতে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ঝড়, সেই ছবিতেই কার্তিক আরিয়ানের উপস্থিতি তৈরি করল নতুন রেকর্ড। বলিউড যখন পায়ের তলার জমি ফিরে পেতে মরিয়া, ঠিক সেই সময়ই কার্তিক আরিয়ান ধামাকা পারফর্ম করে কামব্যাক করলেন। ছবির নাম ভুল ভুলাইয়া ২। তবে থেকেই কার্তিককে ঘিরে জল্পনা তুঙ্গে। হাতে আসছে একের পর এক ছবির খবর। সেই তালিকায় এবার নতুন সংযোজন, আশিকি ৩। আশিকি ছবি মিউজিক্যাল ক্ষেত্রে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। আশিকি ২ বক্স অফিসে তেমন জায়গা করতে সক্ষম হয়নি। তবে এবার আশা জাগছে আশিকি ৩ ছবি, কারণ এই ছবির ক্ষেত্রে তুরুপের তাস এবার কার্তিক আরিয়ান।

আবারও খবরের শিরোনামে কার্তিক আরিয়ান, কারণ সোমবারই  তিনি ঘোষণা করেছেন যে তিনি আশিকি ৩-এ অভিনয় করছেন। হিট ফ্র্যাঞ্চাইজি আশিকির তৃতীয় ছবি অনুরাগ বসু পরিচালনা করবেন। তবে ছবির অভিনেত্রীর নাম এখনও ঘোষণা করা হয়নি। আশিকি (১৯৯০) পরিচালনা করেছিলেন মহেশ ভাট। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল রায় ও অনু আগরওয়াল। পরের ছবি ২০১৩ সালে, মোহিত সুরি পরিচালিত, এতে শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনয় করেন।

এখন, পেয়ার কা পঞ্চনামা 2 অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় আশিকি ৩-র প্রথম লুক শেয়ার করেছেন। কার্তিক পোস্টটির ক্যাপশন দিয়েছেন: “আব তেরে বিন জি লেঙ্গে হাম। জেহের জিন্দেগি কা পাই লেঙ্গে হাম। এই ছবি অন্যতম হতে চলেছে!! অনুরাগ বসুর সঙ্গে এটা আমার প্রথম ছবি। কার্তিক অনুরাগ, প্রীতম, মুকেশ ভাট এবং ভূষণ কুমারের সঙ্গে একটি গ্রুপ ফটোও শেয়ার করেছেন। তিনি পোস্টটির ক্যাপশন দিয়েছেন, টিম ‘এ’।