Kartik Aaryan: ১০২ ডিগ্রি জ্বর নিয়ে জলের তলায় শুটে ব্যস্ত কার্তিক…

Chandu Champion: খুব একটা সময় না নিয়েই একের পর এক ছবির কাজ শেষ করছেন কার্তিক আরিয়ান। নেই বিশ্রাম নেওয়ার বিন্দু মাত্র সময়। আর সেই কারণেই এবার গায়ে জ্বর নিয়েই শুটিং করতে হল তাঁকে।

Kartik Aaryan: ১০২ ডিগ্রি জ্বর নিয়ে জলের তলায় শুটে ব্যস্ত কার্তিক...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 6:31 PM

শেষ মুক্তি পাওয়া দুই ছবি সেভাবে বক্স অফিসে জায়গা করতে পারেনি কার্তিক আরিয়ানের। প্রথমত, শেহজ়াদা, দ্বিতীয়ত, সত্য প্রেম কি কথা। তবে কার্তিক আরিয়ানের চাহিদা এখন সিনেপাড়ায় তুঙ্গে। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। ফলে খুব একটা সময় না নিয়েই একের পর এক ছবির কাজ শেষ করছেন কার্তিক আরিয়ান। নেই বিশ্রাম নেওয়ার বিন্দু মাত্র সময়। আর সেই কারণেই এবার গায়ে জ্বর নিয়েই শুটিং করতে হল তাঁকে। বর্তমানে কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন ছবির শুট নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শুভমহরতের ছবি শেয়ার করেছিলেন কার্তিক। ইতিমধ্যেই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে।

বিদেশের মাটিতেই চলছে ছবির কাজ। সেখানেই নাকি অসুস্থ শরীর নিয়ে জলের তলায় শুট করেছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি সিনেপাড়ায় খবর তেমনই। চান্দু চ্যাম্পিয়ন ছবির শুটে নিজের ১০০ শতাংশ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন কার্তিক আরিয়ান। বলিউডে কামব্যক করে যে তিনি এক চিলতে জায়গা ছাড়তে রাজি নন, তা তাঁর একাগ্রতাই প্রমাণ করে দিল। মন্দার বাজারে ভুল ভুলাইয়া ২ ছবি যেভাবে ব্যবসা করেছিল, তা এক কথায় বলতে গেলে রাতারাতি পুনরায় লাইম লাইটে নিয়ে এসেছে কার্তিক আরিয়ানকে।

কবীর খানের সঙ্গে এটাই কার্তিক আরিয়ানের প্রথম কাজ। ইটাইমস-এর খবর অনুযায়ী লন্ডনের শুটিং শিডিউল বদল করা সম্ভবপর ছিল না। একদিন কার্তিকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু পরের দিন জ্বর নিয়েই শুট করতে রাজি হয়ে যান কার্তিক আরিয়ান। রীতিমত জলের তলায় নেমে শুট করেন তিনি। গায়ের তাপমাত্রা তখন ১০১ ডিগ্রি। কার্তিকের এই একাগ্রতা দেখে অবাক হয়ে যান পরিচালক। প্রশংসাও করেন অভিনেতার।