Kiara-Kartik: ভুল ভুলাইয়া থেকে বেরিয়ে একসঙ্গে সত্যনারায়ণের কথা শুনবেন কিয়ারা ও কার্তিক

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 03, 2021 | 9:23 PM

কার্তিকের সঙ্গে 'ভুল ভুলাইয়া টু' ছবিতে কাজ করেছেন কিয়ারা আডবানী। শোনা যাচ্ছে, কিয়ারাকেই ভাবা হচ্ছে 'সত্য নারায়ণ কি কথা'র জন্য।

Kiara-Kartik: ভুল ভুলাইয়া থেকে বেরিয়ে একসঙ্গে সত্যনারায়ণের কথা শুনবেন কিয়ারা ও কার্তিক
কিয়ারা ও কার্তিক

Follow Us

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সমীর দিওয়ানসের সঙ্গে তাঁর পরবর্তী ছবির কথা আগেই জানিয়েছিলেন কার্তিক আরিয়ান। সেটা ছিল জুন মাসের কথা। ছবির নাম ‘সত্যনারায়ণ কি কথা’। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ধর্মা প্রোডাকশনসের সঙ্গে সমস্যা হওয়ার পর ‘দোস্তানা টু’ ছবি থেকে বাদ পড়েন কার্তিক। তারপর তাঁকে প্রায় জামাই আদর করে নিয়ে যান সাজিদ।

ছবির নাম হয়তো পালটাতে পারে। কারণ নির্মাতাদের মনে হচ্ছে, এই নামে অনেকের ভাবাবেগে আঘাত লাগতে পারে। ছবিতে কার্তিক যে প্রধান চরিত্রে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাঁর বিপরীতে কোন অভিনেত্রী কাজ করবেন, সেই নিয়ে ছিল বিস্তর চিন্তাভাবনা। প্রথমে শোনা যাচ্ছিল, কার্তিকের বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর। তারপর শোনা যায়, সারা আলি খানের নাম। তিনি কার্তিকের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে আগেই কাজ করেছেন।

কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া টু’ ছবিতে কাজ করেছেন কিয়ারা আডবানী। শোনা যাচ্ছে, কিয়ারাকেই ভাবা হচ্ছে ‘সত্য নারায়ণ কি কথা’র জন্য। নির্মাতাদের মধ্যে সমীর, সাজিদ চাইছেন কিয়ারা অভিনয় করুন। যদিও কেউ কেউ চাইছেন নতুন জুটি।

তবে ছবির অফার পেয়ে কিয়ারা খুব খুশি হয়েছেন। এটি কিয়ারা ও সাজিদের একসঙ্গে প্রথম কাজ ও কার্তিকের সঙ্গে রি-ইউনিয়ন। বর্তমানে কার্তিক-কিয়ারার অন্যান্য ছবির কাজ শেষ হওয়ার পর শুটিং শুরু হবে ‘সত্যনারায়ণ কি কথা’র। ছবিটি নিঃসন্দেহে রোম্যান্টিক। আরও একটু ভাল করে বললে, এটি হতে চলেছে মিউজিক্যাল সাগা।

আরও পড়ুনPadmaavat: ‘পদ্মাবত’-এ রণবীর সিংয়ের বডি ডাবল কে ছিল জানেন? সম্প্রতি তাঁর বলিউডে ডেবিউ হয়েছে!

Honey Singh: ভারতীয় ব়্যাপার হানি সিংয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন স্ত্রী শালিনী তালওয়ার

Next Article