রাজের প্রয়াণের পর বাড়িতে প্রথম খুশির উৎসব, কী করলেন মন্দিরা?

Mandira Bedi: এ এক নতুন জীবন। আবার নতুন করে শুরু। সবটা প্রথম থেকে শুরু করার সময়। সবটা নতুন করে সাজিয়ে নেওয়ার সময়। ঠিক এমনই মনোভাব অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদীর।

রাজের প্রয়াণের পর বাড়িতে প্রথম খুশির উৎসব, কী করলেন মন্দিরা?
মন্দিরা বেদী।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 1:47 PM

২৮ জুলাই। ঠিক এক বছর আগে মন্দিরা বেদী এবং রাজ কুশলের জীবনে এসেছিল মেয়ে তারা। কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন দম্পতি। পরিবারের সঙ্গে এক বছরও কাটাতে পারল না তারা। তার আগেই বড় বিপর্যয়। রাজ কুশলের প্রয়াণে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পরিবার। তারার পাঁচ বছরের জন্মদিনে সোশ্যাল ওয়ালে ছবি শেয়ার করেছেন মন্দিরা। সেখানে রয়েছে রাজের স্মৃতিও।

মন্দিরা লিখেছেন, ‘২৮ জুলাই। ঠিক এক বছর হল তুমি আমাদের জীবনে এসেছ। মিষ্টি তারা। সে কারণেই আজকের দিনটা তোমার জন্মদিন হিসেবে সেলিব্রেট করি আমরা। আজ তোমার পাঁচ বছরের জন্মদিন। ভালবাসি তোমাকে।’

এ এক নতুন জীবন। আবার নতুন করে শুরু। সবটা প্রথম থেকে শুরু করার সময়। সবটা নতুন করে সাজিয়ে নেওয়ার সময়। ঠিক এমনই মনোভাব অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদীর। স্বামী রাজ কুশলের প্রয়াণের পর নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিয়েছিলেন মন্দিরা। ধীরে ধীরে কাজের জীবনে ফিরছেন তিনি।

View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

হার্ট অ্যাটাকে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন রাজ। স্বামীর শেষকৃত্য একা হাতে সামলেছেন মন্দিরা। মন্দিরাকে যাঁরা ঘনিষ্ঠ ভাবে চেনেন, তাঁরা দাবি করেন, মন্দিরা নাকি মানসিক ভাবে অত্যন্ত দৃঢ়চেতা। রাজকে হারানোর পর দুই সন্তান নিয়ে এখনও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তিনি অনুরাদীদের সঙ্গে যেটুকু যোগাযোগ, তাও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই বজায় রাখছেন মন্দিরা। এই পরিস্থিতিতে গোটা পরিবারের দায়িত্ব তাঁর। তাই তাঁকে তো শক্ত থাকতেই হবে।

রাজের আচমকা প্রয়াণ মন্দিরাকে স্তব্ধ করে দিয়েছিল। ২৫ বছরের পরিচিতি এবং ২৩ বছরের দাম্পত্য এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। নিজের ইমোশন লুকিয়ে রাখেননি। কেঁদেছেন। কষ্ট পেয়েছেন। রাজকে মিস করেছেন। পাশাপাশি দুই সন্তান, বীর এবং তারাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তারার জন্মদিন, মন্দিরার কাছে আনন্দের দিন। উৎসব পালনের দিন। কিন্তু রাজকে ছাড়াই সেলিব্রেট করতে বাধ্য হলেন তিনি।

আরও পড়ুন, ‘মনিকা, ও মাই ডার্লিং’-এর ফার্স্ট লুক, কারা আছেন জানেন?