ভিভের সঙ্গে সম্পর্কের আগেও একবার বিয়ে করেছিলেন নীনা, বিয়ে টেঁকেনি এক বছরও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 16, 2021 | 3:08 PM

এক বছরের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। ঝগড়া হয়নি। তবু কেন হয়েছিল বিচ্ছেদ?

ভিভের সঙ্গে সম্পর্কের আগেও একবার বিয়ে করেছিলেন নীনা, বিয়ে টেঁকেনি এক বছরও
নীনা গুপ্তা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

আত্মজীবনী ‘সাচ কহু তো’ একের পর এক অজানা তথ্য শেয়ার করেছেন নীনা গুপ্ত। ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম, মাসাবা, ব্যক্তিগত জীবন নিয়ে দিয়ে যাচ্ছেন একের পর এক নানা অজানা তথ্য। নীনা এ বার জানালেন, ভিভের সঙ্গে সম্পর্কের আগে একবার বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁর। স্বামী অম্লাল কুসুম ঘোষ।

অম্লান পড়তেন আইআইটিতে। নীনা ছিলেন সংস্কৃতের ছাত্রী। নীনার কথায়, “অম্লানের হোস্টেল ছিল আমার বাড়ির পাশেই। লুকিয়ে লুকিয়ে দেখা করতাম আমরা। ওঁর বাবা-মা থাকতেন আলাদা শহরে। কিন্তু ওর দাদু থাকতেন আমার বাড়ির কাছেই।” নীনা জানিয়েছেন, সম্পর্ক ফাঁস হয় এক বন্ধুর ‘সৌজন্যে’। সেই নীনার পরিবারের কাছে একদিন সবটা বলে দেন। যদিও বাড়ি থেকে আপত্তি ছিল না একেবারেই। মিলেছিল শ্রীনগর যাওয়ার অনুমতিও। তবে তার আগে বিয়ে করতে হয়ে দুজনকে। কিন্তু এক বছরের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। ঝগড়া হয়নি। তবু কেন হয়েছিল বিচ্ছেদ?


নীনার কথায়, “আমার মনে হয় আমি একটু বেশি কেরিয়ার সচেতন ছিলাম। ও চেয়েছিল, আমি ঘর সংসারেই সবটা দেব। কিন্তু নিজেকে গৃহবধূ হিসেবে দেখতে আমি চাইনি। আমি জীবনের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। যত বেশি থিয়েটারের প্রতি নিমজ্জিত হয়ে থাকলাম আমাদের দু’জনের পথও দু’দিনে বেঁকে গেল।” প্রাক্তন স্বামীর প্রতি কোনও অভিযোগ নেই তাঁর, নেই বিতৃষ্ণাও।

আরও পড়ুন- শুটিং জট: অনুমতি পেয়েও শুরু হল না শুটিং, এলেন না অধিকাংশ টেকনিশিয়ান

নীনার জীবনে এসেছেন অনেক পুরুষ। যাঁদের জড়িয়ে বাঁচতে চেয়েছিলেন তাঁদের কেউ ছেড়ে চলে গিয়েছে, আবার কারও কাছ থেকে নিজেকেই বন্ধনমুক্ত করেছেন নীনা। অবশেষে ২০০৮ সালে বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি। তাঁদের সাংসারিক জীবন চলছে নিজেদের শর্তেই।

Next Article