‘মিঠুনদা’র জন্মদিন! তাঁর জীবনের ৭ গল্প যা জানার পর অবাক হবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 16, 2021 | 6:16 PM

'মৃগয়া'র দৌড় লাগানো সেই লম্বা-রোগাটে ছেলেটি চরাই-উতরাই পেরিয়ে ছুটেছেন অনেকটা পথ। এখনও সচল তিনি।

মিঠুনদার জন্মদিন! তাঁর জীবনের ৭ গল্প যা জানার পর অবাক হবেন আপনিও
মিঠুনদা।

Follow Us

নিবাস—জোড়া বাগান এলাকার ২০ সি, মথুর সেন গার্ডেন লেন। নিমতলা ঘাট স্ট্রিটের কাছে এই পাড়াতেই বড় হয়ে ওঠা। শোনা যায়, এক সময়ে তাঁকে দেখা মাত্র গুলি করার (‘শুট অ্যাট সাইট’) নির্দেশ পেয়েছিল জোরাবাগান থানা। কারণ, নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন জোড়াবাগানের গৌরাঙ্গ। ‘মৃগয়া’র দৌড় লাগানো সেই লম্বা-রোগাটে ছেলেটি চরাই-উতরাই পেরিয়ে ছুটেছেন অনেকটা পথ। এখনও সচল তিনি। এই গতিময়তাই যেমন তাঁকে চূড়ান্ত পেশাদার সাফল্য এনে দিয়েছে, তেমনই বারবার বাঁক বদল করিয়েছে রাজনৈতিক বিশ্বাসের। গাঢ় লাল থেকে সবুজ হয়ে মহাগুরু হেঁটেছেন গেরুয়া সরণিতেও। সেই মিঠুনদার জন্মদিন আজ। একাত্তরে পা রাখলেন মিঠুন চক্রবর্তী। তাঁর জীবনের ৭ এমন সব গল্প যা শুনলে সত্যিই অবাক হতে হয় আজও।

১. অনেকে মনে করেন সলমন-সঞ্জয় দত্ত কিংবা ঋত্বিক, বলিউডে ‘সিক্স প্যাক অ্যাব’-এর চল শুরু করেন। একেবারে নয়। যে সময়ে ‘সিক্স প্যাক অ্যাব’-এর অর্থ হয়তো ঠিকঠাক কেউ বুঝত না, সে সময়ে মিঠুন চক্রবর্তী বানিয়েছেন সিক্স প্যাক।

 

 

২. এক দীর্ঘ বিতর্কিত সম্পর্ক। তারপর, মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী গোপনে ১৯৮৫ সালে বিয়ে করেন, যার শেষ মধুর নয়। তিন বছর পরতাঁদের বিচ্ছেদ ঘটে। তাঁদের প্রেমের গল্প বলিউড ইতিহাসে সবচেয়ে বিতর্কিত হিসাবে পরিচিত।

 

 

৩. মিঠুনের নামে রয়েছে কমিক বই। ‘জিমি ঝিনচ্যাক’, এজেন্ট অফ ডিস্কো। সুপারহিরো কমিকটি ২০০৮ সালে প্রকাশিত হয় এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ হিট হয়েছিল। মূল চরিত্র ‘জিমি ঝিনচ্যাক’ মিঠুন চক্রবর্তী এবং তাঁর সুপারহিট সিনেমা ‘ডিস্কো ডান্সার’ দ্বারা অনুপ্রাণিত।

 

 

৪. প্রথম ছবি ‘মৃগয়া’ (১৯৭৬)। সেরা অভিনয়ের জন্যে জাতীয় পুরস্কার পান মিঠুন।

৫. রাশিয়ায় মিঠুনের বিরাট ফ্যান বেস। তাঁকে সবাই চেনে ডান্সিং স্টার নামে। ‘ডিস্কো ডান্সার’ (১৯৮২) ফিল্মে মিঠুন অভিনীত ‘জিমি, জিমি, জিমি, আজা, আজা, আজা’ গানটির সঙ্গে ও দেশের প্রায় সকলেই পরিচিত।

৬. এক বছরে ১৯টা ছবির বিশ্ব রেকর্ড। ১৯৮৯ সালে ১৯ টি ছহি রিলিজ করে মিঠুনদার।

৭. কিংবদন্তী অভিনেত্রী হেলেনের সহকারী হিসেবে কাজ করেছেন মিঠুন।

 

আরও পড়ুন যিশু নন ‘মহাপ্রভু’? সৃজিতের ছবিতে…

Next Article