যিশু নন ‘মহাপ্রভু’? সৃজিতের ছবিতে…

Tv9 বাংলার পক্ষ থেকে প্রযোজক রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করা বলে তিনি বলেন, ”একবার কথা হয়েছিল ছবিটা নিয়ে কিন্তু প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, এমন বিষয় আমি অন্তত জানি না।“

যিশু নন ‘মহাপ্রভু’? সৃজিতের ছবিতে…
যিশু-সৃজিৎ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2021 | 2:52 PM

সাল ১৯৯৭-৯৮। দুপুর আড়াইটে বাজতেনা বাজতে শ্রীকান্ত আচার্য্যর কণ্ঠে ভেসে আসত এক গান। সিরিয়ালের টাইটেল ট্র্যাক। টিভির সামনে বসে পড়তেন মা-মাসিমারা। লম্বা চুল, কপালে তিলক, সাদা বসন গায়ে আজকের যিশু সেনগুপ্ত তখন হয়ে উঠতেন ‘মহাপ্রভু’। যিশু তখনও বিশ্বরুপ। পরে তাঁর ডাকনামই হয়ে উঠেছে আসল নাম। এসব কথা তো বহু পুরনো, নতুন করে বলার কারণ কী? ২০১৮ সালে এক ঘোষণা কেন্দ্র করে আবার উঠে আসে যিশুর নাম। সৌজন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

পরিচালক চৈতন্য মহাপ্রভুকে নিয়ে করতে চলেছেন ছবি। চৈতন্যর ভূমিকায় অভিনয় করবেন যিশু। ছবির প্রযোজনার দায়িত্বে রাণা সরকার। তারপর কেটে গিয়েছে ২ বছর। করোনা, লকডাউন, করোনার দ্বিতীয় ওয়েভ আবার লকডাউনের কারণে বন্ধ ছিল ছবির কাজ। সূত্রের খবর আবার শুরু হয়েছে ‘গৌরাঙ্গ কথা’-র কাজ। চলছে প্রি প্রোডাকশন। এও শোনা যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, নাম উঠে আসছে আরেক অভিনেতারও। অভিনেতা কাম বাঙালির ‘হার্টথ্রব’ একাধিক ছবিতে পরিচালকেরর সঙ্গে কাজ করেছেন। তিনি হয়ে উঠতে পারেন সৃজিতের ‘মহাপ্রভু’।

Tv9 বাংলার পক্ষ থেকে প্রযোজক রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করা বলে তিনি বলেন, ”একবার কথা হয়েছিল ছবিটা নিয়ে কিন্তু প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে, এমন বিষয় আমি অন্তত জানি না।“