অস্ট্রেলিয়ায় চুপিসারে বিয়ে সেরেছিলেন মাস দুয়েক আগে। গোটা দুনিয়াকে তা জানিয়েছিলেন প্রায় এক মাস পর। এ বার আরও এক সুখবর শোনাতে চলেছেন রণবীর কাপুরের অনস্ক্রিন প্রেমিকা এভেলিন শর্মা। মা হতে চলেছেন তিনি। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর জন্মদিন এ মাসেরই ১২ তারিখ। আর বিশেষ দিনের আগে আরও এক বিশেষ খবরে তিনি উত্তেজিত। তাঁর কথায়, “জন্মদিনে এর থেকে ভাল উপহার আর কী বা হতে পারে?” প্রথম সন্তানের জন্ম বিদেশে অর্থাৎ অস্ট্রেলিয়াতেই হওয়ার পরিকল্পনায় বলে জানিয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলে এ দেশে ফেরার পরিকল্পনা তাঁর।
এভেলিনের স্বামী তুশান পেশায় চিকিৎসক। ২০১৯ সালে প্রথম নিজের সম্পর্কের কথা সামনে আনেন এভেলিন। কীভাবে আলাপ হয়েছিল তখন বয়ফ্রেন্ড এখন স্বামীর সঙ্গে? অভিনেত্রী জানিয়েছিলেন এক ব্লাইন্ড ডেটে গিয়েই নাকি আলাপ দুজনের। কাছের বন্ধুরা আয়োজন করেছিল।
তুশানের ব্যাপারে বলেছিলেন, “ও ভীষণ রোম্যান্টিক। আমি যত না ফিল্মি তার থেকেও বেশি ফিল্মি ও নিজে।” ২০১৯ সালে প্রথম নিজের সম্পর্কের কথা সামনে আনেন এভেলিন। কীভাবে আলাপ হয়েছিল তখন বয়ফ্রেন্ড এখন স্বামীর সঙ্গে? অভিনেত্রী জানিয়েছিলেন এক ব্লাইন্ড ডেটে গিয়েই নাকি আলাপ দুজনের। কাছের বন্ধুরা আয়োজন করেছিল। তুশানের ব্যাপারে বলেছিলেন, “ও ভীষণ রোম্যান্টিক। আমি যত না ফিল্মি তার থেকেও বেশি ফিল্মি ও নিজে।”
আরও পড়ুন- নাবালিকা ধর্ষণকাণ্ডে জামিনের পর প্রথম বার জনসমক্ষে পার্ল, গেলেন অনাথ আশ্রমে