শাহরুখ নাকি আমির! কার অভিনয় পছন্দ তসলিমা নাসরিনের? জানালেন লেখিকা নিজেই

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 11, 2021 | 11:30 AM

কিং খান নাকি মিস্টার পারফেকশনিস্ট? তসলিমা নাসরিনের কার অভিনয় পছন্দ?

শাহরুখ নাকি আমির! কার অভিনয় পছন্দ তসলিমা নাসরিনের? জানালেন লেখিকা নিজেই
কার অভিনয় পছন্দ সাহিত্যিকের?

Follow Us

‘শাহরুখের দেবদাস সবচেয়ে খারাপ’, ‘আমির খানের অভিনয় ভাল’, সোশ্যাল মিডিয়ায় নিজেরই একটি ফেসবুক পোস্টে এই দুই কমেন্ট করেছেন বিখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন। সংবাদ শিরোনাম কিংবা বিতর্ক এই লেখিকার নিত্যসঙ্গী। এবার তাঁর শাহরুখ খান ও আমির খান, বলিউডের এই দুই হেভিওয়েট ব্যক্তিত্বকে নিয়ে কমেন্ট দেখে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এবং আমিরের ফ্যানদের ঝগড়া শুরু হবে বলে আশঙ্কা করছেন অনেকেই।

তবে এ ঘটনার সূত্রপাত অবশ্য দিলীপ কুমারের ‘দেবদাস’ ছবি প্রসঙ্গে…

সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর সম্মানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে তাঁরই অনেক পুরনো সিনেমা। আর দিলীপ কুমারেরই সম্মানে তাঁর একটি ছবি দেখেছেন লেখিক তসলিমা নাসরিনও। সেই নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন তিনি। আর সেই পোস্টের কমেন্টেই সরাসরি তিনি জানিয়েছেন, ‘দেবদাস’ ছবিতে শাহরুখ খানের অভিনয় তাঁর মোটেই ভাল লাগেনি।

ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘দিলীপ কুমারের সম্মানে তাঁর একটি ছবি দেখার ইচ্ছে হলো, কোনটা দেখবো কোনটা দেখবো ভাবতে ভাবতেই স্থির করলাম দেবদাস দেখবো। দেখা- ছবিই আবার দেখবো, যেমন পড়া- বই আবার পড়তাম।’ এরপরই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসের সঙ্গে জড়িয়ে থাকা নিজের কিশোরীবেলার স্মৃতিও শেয়ার করেছেন তসলিমা। লেখিকা জানিয়েছেন, ‘দেবদাস শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আমি চলে যাই আমার বারো তেরো বছর বয়সে। কতবার যে তখন দেবদাস পড়েছি, কতবার যে পড়তে পড়তে সারারাত পার করেছি, কতবার যে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তার সংখ্যা আমার জানা নেই।’

তসলিমা জানিয়েছেন, ছোট থেকে বই পড়ার নেশা ছিল তাঁর। বাছ-বিচার ছিল না। বরং যা পেতেন তাই পড়তেন। তাঁর দাদাও তাঁকে প্রথিতযশা লেখকদের বিখ্যাত সব উপহার দিতেন সেই সময়। আর কিশোরীবেলার অন্যান্য উপন্যাসের মধ্যে ‘দেবদাস’ যে বড় পছন্দের ছিল, সেকথা প্রমাণিত হয়েছে তসলিমার ফেসবুক পোস্টের লেখাতেই। লেখিকা লিখেছেন, ‘দেবদাস ছবিটি যারা দেখেছে, যারা বইটি পড়েনি, তাঁদের জন্য আমি গোপনে দীর্ঘশ্বাস ফেলি। কৈশোরে বা কৈশোরোত্তীর্ণ বয়সে যারা রাতে রাতে দেবদাস পড়ে কেঁদে বুক ভাসায়নি, তারা কী বুঝবে দেবদাসের! এখন না হয় দেবদাসকে মনে হয় ”চিক ফ্লিক”। কিন্তু তখন?’

কিন্তু ঘটনার সূত্রপাত অন্য জায়গায়। তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টেই একজন কমেন্ট করে লেখেন, ‘আমি শাহরুখের দেবদাস দেখেছি। আগে ব‌ইটা পড়েছি। দুটোই কালোত্তীর্ণ সেরা।’ এর জবাবেই সাহিত্যিক বলেন, ‘এতকাল যত দেবদাস ছবি হয়েছে, সবচেয়ে খারাপ শাহরুখেরটা।’। পরে আরও এক কমেন্টের জবাবে তসলিমা লিখেছেন, ‘শাহরুখ খানের ওভারআকটিং খুব হাস্যকর। তবে আমির খানের অভিনয় ভাল।’। ফেসবুক পোস্টের কমেন্টে অনেকেই সমর্থন জানিয়েছেন লেখিকার। অনেকে আবার সহমত পোষণ করেনওনি।

আরও পড়ুন- ভিন্ন ধারার তথ্যচিত্র ‘ফ্রম দ্য প্লে গ্রাউন্ড টু কম্পিউটার’ নির্মাণে লোপামুদ্রা, সুজয়প্রসাদ প্রমুখ

Next Article