ক্যাটরিনা কাইফ বাদ, বাদ তাঁর বিপরীতে ফাওয়াদ খানও। নতুনভাবে নাকি জুটি বাঁধতে চলেছেন ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধী। উরি পরিচালক আদিত্য ধরের নয়া ছবিতে নাকি ঘটতে চলেছে এমনটাই, বলছে সূত্র।
নতুন ছবি হলেও সেই ছবির ঘোষণা হয়েছিল অনেক আগেই। তখন আদিত্য উরি পরিচালনা করেননি। ক্যাটরিনা ও ফাওয়াদকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন তিনি। সেই ছবি প্রযোজনা করার কথা ছিল করণ জোহরের। যদিও সে সময় পাকিস্তানি শিল্পীদের এ দেশে অংশ নেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ফাওয়াদের কাজ করা অনিশ্চিত হয়ে যায়। এর পর উরি, অশ্বথামা নিয়ে ব্যস্ত হয়ে যান আদিত্য।আবারও ওই আটকে থাকা ছবির কাজে হাত দিতে চলেছেন তিনি। তবে লিড বদলেছে।
স্ত্রী ইয়ামিকেই তাঁর নতুন ছবিতে কাস্ট করতে চাইছেন আদিত্য, শোনা যাচ্ছে এমনটাই। অন্যদিকে ইয়ামির বিপরীতে তাঁর পছন্দ স্ক্যাম খ্যাত প্রতীক গান্ধী। প্রযোজকও নাকি বদলেছে। করণের জায়গায় নাকি সে ছবি পরিচালনা করবেন রণি স্ক্রুওয়ালা ও আরএসভিপি। যদিও আদিত্যকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খোলেননি।
সম্প্রতি বিয়ের পর প্রথম শুট করতে কলকাতা এসেছিলেন ইয়ামি। অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘লস্ট’ ছবিতে অভিনয় করতে চলেছে তিনি। উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়ে শুট হয়েছে। যদিও শুটিং বাকি অনেকটাই। প্রসঙ্গত, এর আগেও আদিত্যর সঙ্গে কাজ করেছেন ইয়ামি। উরি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন: Rabindranath Tagore : পরিচালক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম এবং একমাত্র সিনেমা