রাজ বুঝতে পেরেছিল ওঁর হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু…: সুলেমন মার্চেন্ট

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 02, 2021 | 12:44 PM

রাজের বয়স যখন ৩০-৩২ তখন একবার হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তার পর থেকে কড়া নিয়মে ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে সব শেষ। প্রয়াত হলেন তিনি।

রাজ বুঝতে পেরেছিল ওঁর হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু...: সুলেমন মার্চেন্ট
স্বামীর সঙ্গে মন্দিরা

Follow Us

সুস্থই ছিলেন তিনি। দু’দিন আগে পার্টি করেছেন, কিন্তু মঙ্গলবার গভীর রাতে আচমকাই ছন্দপতন। একটা হার্ট অ্যাটাক, আর তাতেই সব শেষ। চিকিৎসার সময় টুকুও দেননি রাজ কৌশল। অথচ ওই দিন জুড়েই নাকি শরীরে অস্বস্তি অনুভব করতে পারছিলেন রাজ। বুঝতে পারছিলেন মৃত্যু আসন্ন? মুখ খুললেন রাজের ঘনিষ্ঠ বন্ধু সুলেমান মার্চেন্ট, যিনি একাধারে মিউজিক কম্পোজারও।

সুলেমনের কথায়, ‘সন্ধে থেকেই অস্বস্তি বোধ করছিল রাজ। অ্যান্টাসিড ট্যাবলেটও খেয়েছিল। রাতের দিকে সমস্যা আরও বাড়ে। রাজ হয়তো বুঝতে পেরেছিল হার্ট অ্যাটাক হচ্ছে তাঁর। মন্দিরাকে জানিয়েওছিল। মন্দিরাও সঙ্গে সঙ্গে রাজের বন্ধু আশিষ চৌধুরীকে ফোন করে। আশিষ দৌড়ে ওঁদের বাড়ি আসে। মন্দিরা-আশিষ মিলে রাজকে ধরাধরি করে গাড়িতেও তোলে। কিন্তু ততক্ষণে কথা বলা বন্ধ করে দিয়েছে রাজ।”

আরও পড়ুন- মনের মতো পাত্র পেলে এখনই বিয়ে করতে রাজি নিক্কি, তবে একটা শর্ত রয়েছে

তিনি যোগ করেন, “আমার মনে হয় ওঁরা রাজকে নিয়ে লীলাবতী হাসপাতালে যাচ্ছিল। কিন্তু গাড়িতে ওঠার ৫/১০ মিনিটের মধ্যেই ওঁরা বুঝতে পারে রাঝের শরীরে স্পন্দন নেই। যখন ডাক্তারের কাছে নিয়ে পৌঁছতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।” সুলেমন আরও জানিয়েছেন রাজের বয়স যখন ৩০-৩২ তখন একবার হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তার পর থেকে কড়া নিয়মে ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে সব শেষ। প্রয়াত হলেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। এই আকস্মিক প্রয়াণে হতবাক সুলেমান নিজেও। পঁচিশ বছরের বন্ধুত্বে যে দুম করে ছেদ পড়তে পারে তা তিনি নিজেও কল্পনা করেননি।

Next Article