‘করোনা অনেকটা রামদেবের মতো’, তুলনা করে বিতর্কে রাখি

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে সম্প্রতি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করেছেন বাবা রামদেব।

‘করোনা অনেকটা রামদেবের মতো’, তুলনা করে বিতর্কে রাখি
রাখি সাওন্ত এবং বাবা রামদেব।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2021 | 6:39 PM

রাখি সাওন্ত। বলিউডের কন্ট্রোভার্সি কুইন। অন্তত এই বিশেষণেই তাঁকে ডাকেন দর্শকের বড় অংশ। এ বার করোনা ভাইরাসের সঙ্গে বাবা রামদেবের তুলনা করে ফের শিরোনামে অভিনেত্রী।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে সম্প্রতি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করেছেন বাবা রামদেব। বরং করোনা নিরাময়ের বিবিধ উপায় নিজেই বাতলে দিয়েছেন। করোনা সারাতে গেলে তাঁর চিকিৎসায় বিশ্বাস রাখতে হবে, এমন দাবিও করেছিলেন। সে প্রসঙ্গে রাখি বলেন, “করোনা অনেকটা রামদেব বাবার মতো। কখনও আসে। কখনও লুকিয়ে পড়ে। কখনও বা বাইরে বেরিয়ে যায়।” যদিও কেন তিনি এমন মন্তব্য করলেন, তার কোনও ব্যখ্যা রাখি দেননি।

তবে রাখির জীবনে বিতর্ক এই প্রথম নয়। কখনও রিয়েলিটি শো-এ গিয়ে বিতর্কে জড়িয়েছেন। কখনও বা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। নিজের বিয়ে নিয়েই এক একবার এক এক রকম মন্তব্য করেছেন রাখি। ফলে রামদেবকে করোনার সঙ্গে তুলনা করাও তাঁর পাবলিসিটি স্টান্ট বলে মনে করছেন দর্শকের বড় অংশ। যদিও এ বিষয়ে বাবা রামদেব এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন, কবে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন? উত্তর দিলেন মনোজ বাজপেয়ী