সম্প্রতি এমটিভি রোজ়িডে দেখা মেলে বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। কথা বলেন মানসিক স্বাস্থ্য নিয়েও। বলেন, “ভারতের মানুষ এটা কিছুতেই বুঝতে পারেন না যে, সফল কোনও ব্যক্তিরও উৎকণ্ঠা হতে পারে। তাঁরও ডিপ্রেশনের মতো মানসিক ব্যামো হতে পারে।” তাঁর প্রয়াত প্রেমিক সুশান্ত সিং রাজপুত সম্পর্কে কথা বলতে গিয়ে রিয়া বলেন, যে সেলেব্রিটির মানসিক সমস্যা তৈরি হয়, তাঁকে এখানকার মানুষ এক্কেবারেই বুঝতে পারেন না।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন রিয়া চক্রবর্তী। বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ তা তিনি ব্যাখ্যা করার চেষ্টাও করছেন তিনি। এক অনুষ্ঠানে এসে রিয়া প্রথম বলেছিলেন, ভারতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে। তাঁদের মনে হয়, বিখ্যাতদের এই সমস্যা হতেই পারে না। বলেছেন, “কিন্তু আমাদের দেশের যুব সমাজ এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে পছন্দ করেন। বাকিরা বুঝতেই চান না বিষয়টা। তাঁরা বলেন, ‘ওঁর তো খ্যাতি আছে। সাফল্য আছে। তা হলে কেন ডিপ্রেশনে ভুগছেন?'”
প্রয়াত প্রেমিক সুশান্ত সিং রাজপুত সম্পর্কে রিয়া বলেছেন, “সারাজীবন অতিবাহিত করে মানুষ খ্যাতির চূড়ায় পৌঁছান। সেখানে গিয়েও যদি কারও মানসিক সমস্য়া হয়, বাকিরা ভাবেন তাঁদেরও হতে পারে। মানুষ গ্রহণ করতে পারেন না বিষয়টা। এখানকার মানুষ ডিপ্রেশনের ভুল ব্যাখ্যা করেন।”
২০২০ সালে মারা যান সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ে তাঁর ভাড়াবাড়ি থেকে হঠাৎই এক রবিবারের দুপুরে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। সেই সময় রিয়া ছিলেন সুশান্তের প্রেমিকা। সুশান্তের রহস্যজনক মৃত্যুতে রিয়াকে আটক করা হয়। মাদককাণ্ডে নামও জড়ায় তাঁর।