আলিয়া ভাট ও রণবীর কাপুরের মধ্যে কোথাও গিয়ে যেন সম্পর্কের জল্পনা পাঁচ বছরের হলেও, বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছিলেন অনেকেি। প্রতিটা দিন ভক্তরা যেমন মুখিয়ে ছিলেন কবে চার হাত এক হবে সেই আশায়, ঠিক তেমনই আবার উল্টো দিকে কাপুর পরিবারেও ছিল প্রথম থেকেই ব্যস্ততা তুঙ্গে। একেই বলে ভাগ্যের ফের। আলিয়া ভাটের ছোট বেলার ভালবাসার নামই হল রণবীর কাপুর। আর তাঁর ক্ষেত্রে কোথাও গিয়ে যেন বলিউডের হাতে খড়িও হল ঋষি কাপুরের সঙ্গেই। তবে থেকেই আলিয়ার সঙ্গে বেশ ভাল সম্পর্ক ছিল তাঁর।
এরপর রণবীর ও আলিয়া একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর বাড়ে ঘনিষ্ঠতা। নিত্য কাপুর পরিবারে যাতায়াত শুরু হয়ে যায় আলিয়ার। যার ফলে সকলের সঙ্গে সম্পর্কও হয় বেশ ঘনিষ্ঠ। আলিয়াকে পছন্দও করতেন ঋষি কাপুর। চেয়েছিলেন, নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দিতে। করেছিলেন সমস্ত পরিকল্পনা নিজেই। কিন্তু সেই দিন দেখে যাওয়া হয়নি তাঁর। এপ্রিল মাসে ২০২০ সালেি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁরা। কোথাও গিয়ে যেন ছন্দপতন ঘটে সকল স্বপ্ন পরিকল্পনার। সেই এপ্রিল মাসেি গাঁটছড়া বাঁধলেন আলিয়া ও রণবীর।
বিয়ের পর ফ্যামিলি ফ্রেমে উপস্থিত আলিয়া, রণবীর, নীতু, ঋদ্ধিমা, মহেশ ভাট ও সোনি রাজদান, নেই কেবল ঋষি কাপুর। এই ফ্রেমকে পরিপূর্ণ করতে এবার উদ্যোগী হলেন এক ভক্ত। তিনি সেই ছবিতে এডিটিং করে বসিয়ে দিলেন ঋষি কাপুরের ছবি। যা মুহূর্তে নজরে এলো কাপুর পরিবারের। যিনি এটা বানালেন, তাঁকে ধন্যবাদ জানাতেও ভুললেন না ঋদ্ধিমা কাপুর। বর্তমানে সেই ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একে বারে পারফেক্ট ফ্রেম। এই ছবিই সকলের মনে বর্তমানে গেঁথে। সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানে কীভাবে পরতে-পরতে জড়িয়ে ছিল তাঁর স্মৃতি, সেই খবর কারুর অজানা নয়।
আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার