দক্ষিণী ছবির দাপট বক্স অফিসে ঠিক কতটা পড়ে তার নজির মিলেছে বহুবার। কখনও সামনে উঠে এসেছে বাহুবলি, কখনও আবার পুষ্পা রাজ, একের পর এক বড় ছবির মুক্তিতে করোনা পরিস্থিতি কাটিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে সক্ষম সিনে দুনিয়া। তবে দক্ষিণী দুনিয়ার চেষ্টার কোনও ক্রটি নেই। তাঁদের লক্ষ্যে সাফ, যে ব্যবসা প্রথমে, আর তার জন্য ছবিকে ছকে বেঁধে গড়ে নেওয়া।
কেবল দক্ষিণভারত নয়, গোটা ভারতের দর্শক টানতে এবার প্রতিটা ছবি মুক্তি পাচ্ছে হিন্দিতেও। তবে এই সমীকরণও এখন ইতি। বর্তমানে তাঁরা নতুন পরিকল্পনায় রাখছেন বি-টাউন খ্যাত সেলেবদের। মোট অঙ্কের টাকা দিয়ে কয়েকটা মুহূর্তের জন্য হলেও তাঁদের জায়গা করে দিচ্ছেন কেবলমাত্র বলিউডের ফ্যান বেসকে ফিরিয়ে আনার জন্যে। এই লক্ষ্যেই সবটা ফেঁদে ছাক্কা হাঁকাচ্ছে দক্ষিণভারত। আর সেই পরিকল্পনা যে কটা ঠিক তার প্রমাণি হল আরআরআর। যেখানে অক্ষয় কুমারের বচ্চন পান্ডে ৭ দিনে পৌঁছে ছিল ৪৪ কোটিতে, ঠিক তথন ভারতের ব্যবসায় মাত্র দুদিনে ৪৪ কোটি পার করল আর আর আর। যার ফলে বোঝাই যায় বক্স অফিসে রাজামৌলির ছবির সংজ্ঞাটা ঠিক কোথায়!
#RRR improves Hindi collections on Day 2..
All-India Early Estimates ₹ 24 crs Nett..
— Ramesh Bala (@rameshlaus) March 27, 2022
একদিকে বলিউডের ছবি, অন্য দিকে, শাহরুখ সলমন নামের দাপট, কোথাও আবার কন্টেন্ট ভিত্তিক ছবি, কোথাও আবার বায়োপিক, নানা স্বাদের ছবি দর্শকদের পাতে তুলে দেওয়ার চেষ্টা মাত্র, কিন্তু বর্তমানে সেই ছবি ব্যবসা আনে, যার মধ্যে একটি ছবি পূর্ণতা পাওয়ার সবকটি দিক বর্তমান, আর এই প্রসঙ্গেই বেশ কিছুটা খামতি রেখে ফেলেন ছবি নির্মাতারা। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে দাপটের সঙ্গে রাজত্ব বাড়ছে দক্ষিণী ছবির। তাই কোমড় বেঁধে লড়াই করতে মাঠে নামতে প্রস্তুত বি-টাউনও। তবে কোথাও গিয়ে যেন নিজেরে কাজ, একাগ্রতা, ও ছবির ব্যবসা নিয়ে একাধিক হোমওয়ার্ক করা দক্ষিণ দুনিয়া, বারে বারে ভাল ছবি উপহার দিয়ে নিজেকে প্রমাম করে চলেছে। ধরে রেখেছে ভক্তদের বিশ্বাসের ধারা।
আরও পড়ুন- Kriti Sanon-Meena Kumari: কৃতী শ্যানন কি অভিনয় করছেন মীনা কুমারী চরিত্রে?