তরুণ অভিনেতাদের বুকে জড়িয়ে ধরতেন তারপর তাঁদেরই পিছনে লাগতেন: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

Bollywood actor Dilip kumar: হান অভিনেতা এবং ফাইন হিউম্যান কম্প্যানিয়ন। তাঁর আত্মার শান্তি কামনা করি।

তরুণ অভিনেতাদের বুকে জড়িয়ে ধরতেন তারপর তাঁদেরই পিছনে লাগতেন: রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
রুদ্রপ্রসাদ-দিলীপ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 2:20 PM

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। জুন মাসের শেষে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। দিলীপ কুমারের প্রয়াণ মানে একটা যুগের অবসান। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করলেন বর্ষীয়ান অভিনেত্রী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

ইউসুফভাই বলে ডাকতাম আমরা। ওটাই ওঁর আসল নাম। চলচ্চিত্রে ওঁর পোষাকি নাম ছিল দিলীপ কুমার। ইউসুফভাই তাঁর অভিনয় সম্পর্কে আমার বা অন্য কারওর কথা বলার দরকার পড়ে না। যাঁরা এখনও ওঁর সিনেমা দেখেন, তাঁরা বুঝতে পারেন ‘গঙ্গা যমুনা’র মতো সিনেমায় কী কান্ড করেছেন লোকটা। সিরিয়াস সিনে একা আপন মনে কথা বলে যাচ্ছেন আর তার সঙ্গে ‘ধন্নো..ধন্নো’ করে বৈজন্তীবালার পিছনে দৌড়চ্ছেন। এমন একজন ভার্সেটাইল অভিনেতা সত্যিই  বিরল। তারই সঙ্গে ব্যক্তিগত জীবনে আমার কিছু সময় শুটিংয়ে কাটিয়েছি, দেখেছি কী হইহই করতে পারেন, মজা করতে পারেন। তরুণ অভিনেতাদের বুকে জড়িয়ে ধরতেন তারপর তাঁদেরই পিছনে লাগতেন। সব মিলিয়ে এক রঙিন ব্যক্তিত্ব। মহান অভিনেতা এবং ফাইন হিউম্যান কম্প্যানিয়ন। তাঁর আত্মার শান্তি কামনা করি।

আরও পড়ুন বাংলা কবিতা কী সুন্দর যে বলতেন তা আমি নিজের কানে শুনেছি: সাবিত্রী চট্টোপাধ্যায়