Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারা-অমৃতার অদেখা ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন সাবা

সাবার এই ছবি নজর কেড়েছে সোশ্যাল অডিয়েন্সের। সারা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ছবি। বিশেষত মা এবং সন্তানের সম্পর্কের এই সুন্দর ব্যখ্যা সকলের ভাল লেগেছে।

সারা-অমৃতার অদেখা ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন সাবা
সাবা (বাঁদিকে), অমৃতি এবং রারা (ডানদিকে)।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2021 | 8:53 PM

আজ বিশ্ব পরিবেশ দিবস। দিনভর সোশ্যাল মিডিয়ায় প্রকৃতির সঙ্গে নিজেদের নানা ছবি দিয়ে দিনটা সেলিব্রেট করেছেন সেলিব্রিটিরা। বলিউড হোক বা টলিউড, সব জায়গাতেই একই ছবি। একেবারে ভিন্ন ভাবে সেলিব্রেট করলেন মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা পতৌদি। তিনি শেয়ার করলেন অমৃতা সিং (Amrita Singh) এবং সারা আলি খানের (Sara Ali Khan) ছবি।

ছোট্ট সারাকে কোলে নিয়ে রয়েছেন অমৃতা। এমন একটি ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন সাবা। তিনি লিখেছেন, ‘একজন মায়ের পৃথিবী এবং পরিবেশ হল তাঁর সন্তান’। ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি। তিনি এও জানান, পুরনো অ্যালবাম থেকে খুঁজে পেয়েছেন ছবিটি। এ ছবি তাঁরই তোলা।

View this post on Instagram

A post shared by Saba (@sabapataudi)

সাবার এই ছবি নজর কেড়েছে সোশ্যাল অডিয়েন্সের। সারা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সেই ছবি। বিশেষত মা এবং সন্তানের সম্পর্কের এই সুন্দর ব্যখ্যা সকলের ভাল লেগেছে।

সারা খান পরিবারের পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান। পরে ইব্রাহিম, তৈমুর, ইনায়া, সইফ-করিনার দ্বিতীয় সন্তান সকলেই এসেছে। কিন্তু সারার প্রতি একটা অন্য ভালবাসা রয়েছে পরিবারের সকলের। নেটিজেনদের অনেকেই মনে করছেন, সে কারণেই আজকের এই বিশেষ দিনে পরিবারের অন্য কোনও মা এবং সন্তানের জুটিকে বেছে না নিয়ে অমৃতা এবং সারাকেই বেছে নিয়েছেন সাবা।

আরও পড়ুন, শুধু শরীরচর্চা নয়, মন ভাল রাখার লক্ষ্যে মন্দিরার নতুন যাত্রা শুরু