Bollywood Relation: বিচ্ছেদের পর প্রথম মুখোমুখি সারা-কার্তিক, স্মৃতিতে ফিরল ডুয়োর ঘনিষ্ঠ দৃশ্যের প্রেমলীলা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 02, 2022 | 2:45 PM

Viral News: নিজেদের কাজ ও নিজেদের কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তাঁরা। জানিয়ে ছিলেন ব্যক্তিগত কোনও তিক্ততা নয়, তাঁরা চায় নিজেদের কাজ নিয়ে থাকতেই।

Bollywood Relation: বিচ্ছেদের পর প্রথম মুখোমুখি সারা-কার্তিক, স্মৃতিতে ফিরল ডুয়োর ঘনিষ্ঠ দৃশ্যের প্রেমলীলা

Follow Us

সারা আলি খান, এক কথায় বলতে গেলে এই সেলেব স্টারের জীবনে একাধিক অভিনেতার আনাগোনার খবর বলিউডে কান পাতলেই শোনা যায়। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন একাধিক ছবির কাজ নিয়ে। তবে তারই মধ্যে যে সম্পর্ক ঘিরে বারে বারে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন সারা আলি খান, তিনি হলেন কার্তিক আরিয়ান। সুশান্ত সিং রাজপুতের পর আবারও তিনি মন দিয়েছিলেন কার্তিককে। কাছাকাছি আসা, লাভ আজ কাল ২ ছবির মধ্যে দিয়ে। শুটিং সেটে প্রথম তিনি নিজেকে পরিণত করে প্রমাণ করেছিলেন। সঙ্গমের দৃশ্য থেকে শুরু করে ঘনিষ্ঠ দৃশ্যে তিনি ঠিক কতটা সাবলীল তা চাক্ষুস করেছিল ভক্তরা।

ছবির ট্রেলার সামনে আসা মাত্রই বোল্ড দৃশ্য সকলের নজর কেড়েছিল। সেই প্রথম সারাকে সেই লুকে দেখা। তার আগে কেদারনাথ ও সিম্বাতে ঘরোয়া লুকেই ধরা দিয়েছিলেন তিনি ফ্রেমে। বাস্তবের প্রেমিক বলেই কি ক্যামেরায় এতটা সহজ হয়ে উঠে ছিলেন তাঁরা! বিষয়টা এমন ভাবেই দেখতে পছন্দ করেছিল সেই সময়ের গসিপ দুনিয়া। কিন্তু কোথাও গিয়ে যেন সেই সম্পর্কের জল্পনা দানা বাঁধেনি নেট পাড়ায়। কারণ কয়েকদিনের মধ্য়েই সম্পর্কের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। নিজেরাই জানিয়েছিলেন যে এই সম্পর্ক তাঁরা রাখবেন না।

কারণ সেই সময় নিজেদের কাজ ও নিজেদের কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তাঁরা। জানিয়ে ছিলেন ব্যক্তিগত কোনও তিক্ততা নয়, তাঁরা চায় নিজেদের কাজ নিয়ে থাকতেই। আর তার জেরেই আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা। প্রমোশনেও সেভাবে দেখা যেত না তাঁদের একসঙ্গে। সেই যে পথ আলাদা হয়েছিল, তা নিয়ে আর কোনও খবর সামনে আসেনি। তবে এবার হঠাৎই কোথাও গিয়ে যেন সম্পর্কের মাঝে থাকা সেই ঝড় থেমে গিয়েছে। বর্তমানে তাই আবারও অভিমান ভুলে মুখোমুখি তাঁরা।

আরও পড়ুন- Rukmini Maitra: জাহ্নবী ও রুক্মিনীর জীবনে আক্ষেপ একই, চোখের জলে যে স্মৃতি ফিরে আসে বারবার

আরও পড়ুন- Samantha Prabhu: তিন মিনিটের জন্য ৫ কোটি! নোরাকে কড়া টক্কর দিয়ে পুষ্পায় জায়গা করেছিলেন সামান্থা

আরও পড়ুন- Shilpa Shetty: হীরের আংটির টোপ, লোভ সামলাতে না পেরেই তড়িঘড়ি জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা

 

Next Article