Summer Look: রেনবো বিকিনিতে সানবাথ, সারার পোস্টে নেটদুনিয়ায় তারিফ, ‘পারফেক্ট মডেল’

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 03, 2022 | 1:12 PM

Sara Ali Khan: সমুদ্র সৈতকে সারার বোল্ড লুক, আবারও কোথায় ছুটি কাটাচ্ছেন সারা, প্রশ্ন নেটপাড়ার।

Summer Look: রেনবো বিকিনিতে সানবাথ, সারার পোস্টে নেটদুনিয়ায় তারিফ, পারফেক্ট মডেল

Follow Us

সারা আলি খান, বরাবরই তিনি বিকিনি বা মোনোকিনি লুকে সকলের নজর কাড়েন। বিচ লুকে সারাকে টেক্কা দেয় কার ক্ষমতা! মলদ্বীপ হোক বা গোয়া, সারার ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই হিট ভ্যাকেশন ট্রিপ থেকে। সইফ কন্যার এই লুক বা এই স্টাইল সোশ্যাল দুনিয়ায় ভীষণ রকমের পরিচিত। একাধিকবার তিনি এই একই পোজে একই লুকে ভক্তদের ঘুম কেড়েছেন, এবারও তার ব্যতিক্রম হল না। শনিবার রাতে পোস্ট করা ছবিতে এবার ঘুম কাড়ল ভক্তদের। রেনবো রঙের বিকিনি সেটে এবার হটস্টার সইফ কন্যা। দেখা মাত্রই ভাইরাল ছবি।

সমুদ্র সৈকত বরাবরই পছন্দ করেন সারা আলি খান। তাই এবার তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেই বসলেন ড্রিম ল্যান্ড, তিনি বর্তমানে ভ্যাকেশন ট্রিপে না পুরোনো ছবি শেয়ার করে নজর কাড়লেন, তা স্পষ্ট না হলেও তাঁর ছবি ঘিরেই উত্তেজনার পারদ তুঙ্গে। মাল্টি রঙা বিকিনি সেট, সঙ্গে কানে ফ্যাশনেবল দুল, নো-মেক-আপ লুকে পার্ফেক্ট ফিগারে ধরা দিলেন সারা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি তিনি পোস্ট করে থাকেন তিনি ভক্তদের জন্য। তবে এবার তিনি যে লুকে সকলের ঘুম কাড়লেন, তাতে নেটিজেনরা কমেন্ট করতে পিছু পা হলেন না, পারফেক্ট মডেল।

শরীর ধরে রেখে নিজেকে যেভাবে বারে বারে প্রমাণ করে চলেছেন সারা, তাতে নিঃসন্দেহে তাঁর প্রতি আস্থা বাড়ছে সিনেদুনিয়ার। অভিনয়ের বোল্ড দাপট, সঙ্গে স্টানিং লুক, দুই মিলিয়েই তাঁকে ভক্তদের চোখে সেরার সেরা করে রেখেছে। ইতিমধ্যেই একাধিক ছবিতে তিনি সাহসী লুকে ধরা দিয়েছেন। তবে সারা আলি খান কাজের পাশাপাশি যে সুযোগ পেলেি ঘুরতে চলে যান তা কারুর অজানা নয়। কখনও পাহাড়, কখনও আবার বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে ভ্যাকেশন ট্রিপে, ভািয়ের সঙ্গে পোজ হোক বা জাহ্নবীর সঙ্গে, সারার পায়ের তলায় যে শর্ষে তা কারুর জানতে বাকি নেই। তাই আবারো ফাঁক তালে তিনি কোথাও উধাো হলেন কি না সেই প্রশ্নই এখন ভক্তমনে।

আরও পড়ুন- Viral News: ‘আপনার ইমেজ খুব নোংরা’, কাস্টিং ডিরেক্টরের মন্তব্য শুনে কী বলেছিলেন অভিনেত্রী উর্ফি জাভেদ?

আরও পড়ুন- KGF Chapter 2: ২৫ কিলোর পোশাক পরে সারাদিন শুটিং, কেজিএফ-এর জন্য কতটা চ্যালেঞ্জ নিলেন সঞ্জয় দত্ত

Next Article