তাপসী পান্নু, এক কথায় বলতে গেলে বরাবরই তিনি ব্যক্তিগত জীবনকে আড়াল করেই রাখতে বেশি পছন্দ করেন। স্পষ্ট বক্তা তাপসী সাফ জানিয়েছেন একাধিকবার মনের কথা, যে আর যাই হোক না কেন, নিজের জীবন নিয়ে চর্চাটা তাঁর নাপসন্দ। তাই কখনই চাননি তিনি সিনে দুনিয়ার কারুর সঙ্গে সম্পর্ক জড়াতে। যদিও গত কয়েকবছর ধরে তাঁর সম্পর্কের খবর কারুর কাছে চাপা থাকেনি। দানিস ব্যাটমিন্টন কোচ মাথিয়াসের সঙ্গে দিব্য আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নেই কোনও বারাবারি করার মত পোস্ট।
কেবল মাত্র জন্মদিনে একটি পোস্টে শুভেচ্ছা জানিয়ে ছিলেন তিনি। সেখানেই ইতি, এর বাইরে সম্পর্ক নিয়ে সেভাবে কোনও দিন মুখ খোলেননি তাপসী পান্নু। তাঁর একটাই ইচ্ছে, ব্যক্তিগত জীবন ও কাজের জগত আলাদাই থাকুক। দুইয়ের মধ্যে কোনও সংযোগ যাতে না থাকে, তাই তিনি এমন সম্পর্কে এসেছেন। মাথিয়াস ও তাংর জগত আলাদা। তাই দুজনে একসঙ্গে থাকলে, খুব একটা একঘেয়েমি সম্পর্কের ধাঁচ চোখে পড়েনা। কেউ কারুর জগতের সঙ্গে পরিচিত নন, আর ঠিক সেই কারণেই দিব্য আছেন তাঁরা। তাপসীর কথায়, সকল কাছের মানুষকেই তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকেন। সেই সুবাদেই মাথিয়াসের সঙ্গে পোস্ট।
তাপসীর লুক থেকে শুরু করে ব্যক্তিত্ব, সবটাই তাঁকে ভিড়ের মধ্যেও বেশ আলাদা করে রাখে, কমার্শিয়াল, মেলোড্রামা ছবিতে অভিনয় করলেও, কন্টেট নির্ভর ছবিই তাঁর বেশি পছন্দের। বারে বারে নিজেকে সেই জায়গাতেই প্রমাণ করেছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেননি তিনি, এমনটা নয়। বরং, তাপসী নিজের বিয়ে নিয়েও পরিকল্পনা সেরে ফেলেছেন। জানিয়েছেন স্বপ্নের মত বিয়ে নয়। বরং সাধারণ নাচ, গান, আনন্দ হুল্লোরে যেভাবে প্রতিটা মানুষ এই বিশেষ দিনটিকে সাজিয়ে রাখেন, ঠিক তেমন করেই তিনি বিয়ে করতে চান। তবে সব অনুষ্ঠানটিই হবে একদিনে, আড়ম্বর নয়, থাকবে কেবলই আনন্দ।
আরও পড়ুন- KGF Chapter 2: ২৫ কিলোর পোশাক পরে সারাদিন শুটিং, কেজিএফ-এর জন্য কতটা চ্যালেঞ্জ নিলেন সঞ্জয় দত্ত