Pathaan: শেষ হয়নি সফর, এপ্রিল মাসে আবারও শুটিং ফ্লোরে নামছেন ‘পাঠান’, শুটিং শুরু শাহরুখের
Shooting: যাঁরা মনে করছেন আপাতত পাঠান পর্ব শেষ, তাঁদের ধারণা ভূল। কারণ একটাই, এপ্রিল মাসেই ক্যামেরার সামনে আসতে চলেছেন শাহরুখ খান।
পাঠান ছবি-তে দেখা মিলেছিল সলমন খানের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো ক্লিপিং। তবে কোনও জল্পনা কিংবা রাখঢাক নয়, ভক্তরা বারে বারে প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন, টাইগার না ছাকলে পাঠান বাঁচত না। যার জেরে বেজায় খেপে উঠেছিল পাঠান ভক্তরা। তাই এবার পালা বদলের পালা। টাইগারের কাছেও ফিরতে হবে পাঠানকে। কারণ দর্শকদের সামনেই সেই কথা দিয়েছিলেন খোদ শাহরুখ খান। ছবির সংলাপেই টাইগারকে বলতে শোনা যায় তাঁর প্রয়োজন পড়তে পারে পাঠানকে। পাঠান যেন তখন তৈরি থাকেন। পরিস্থিতি সামাল দিতে তাঁকে ঝাঁপিয়ে পড়তে হতে পারে। এবার সেই সময় এসে গেল। পাঠান ঝড় বর্তমানে ইতি। বেশ কিছু প্রেক্ষাগৃগে ধিকি ধিকি চলছে এই ছবি। তবে কোথাও গিয়ে যেন এই ছবিকে সরাতে পারল না শেহজ়াদা। শাহরুখের কাছে এক কথায় হেরে গেলেন কার্তিক আরিয়ান।
তবে যাঁরা মনে করছেন আপাতত পাঠান পর্ব শেষ, তাঁদের ধারণা ভূল। কারণ একটাই, এপ্রিল মাসেই ক্যামেরার সামনে আসতে চলেছেন শাহরুখ খান। না, ঠিক শাহরুখ খান নন, বরং পাঠান লুকে ধরা দিতে চলেছেন তিনি। টাইগার থ্রি ছবির সেটে এবার ডাক পড়ল শাহরুখ খানের। এই মাসেই পাঠান ও টাইগার আরও একবার ফিরছে একই ফ্রেমে। তৈরি করা হচ্ছে তার জন্য স্পেশ্যাল সেটও।
সলমন খান থাকতে চলেছেন পাঠান ছবিতে, খবর সামনে এসেছিল ২০২১-এই। সময়ও দিয়েছিলেন সলমন খান শুটিং-এর জন্য। তবে সেই সময় শুটিং বাতিল হয়েছিল আরিয়ান খানের কারণে। কারণ আরিয়ান খান ২ অক্টোবর ২০২১-এ মাদক কাণ্ডে যেদিন আটক হয়েছিলেন, ঠিক সেদিনই ইউরোপে বিমানপথে পাড়ি দেওয়ার কথা ছিল পাঠান ছবির টিমের। বিমানবন্দর থেকে ফিরে এসেছিলেন শাহরুখ খান। কারণ একটাই, পরিবারের পাশে থাকাটাই সেই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য ছিল শাহরুখের। এরপর দীর্ঘ অপেক্ষা। ডিসেম্বরের শেষে শাহরুখ খান পুনরায় ফিরেছিলেন শুটিং-এ। আর ২০২২-এর শুরুতে শুটিং করেন সলমন খান। একাধিক ছবিতে এই দুই স্টারকে দেখা গিয়েছে অতীতে। করণ অর্জুন হোক বা কুছ কুছ হোতা হ্যায় ছবিতেই হোক। জুটি পর্দায় থাকা মানেই ভক্তদের কাছে উপরি পাওনা। পাঠান-এর পর এবার সেই জুটি থাকতে চলেছে টাইগার থ্রিতে।