শাহরুখ খানের জন্মদিন বলে কথা। একের পর এক পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ শাহরুখ খানের ছবি কেউ আবার সংলাপ একের পর এক পোস্ট করে চলেছেন। মুহূর্তে তা আবার হাতে হাতে ছড়িয়ে পড়ছে। গত বছর শাহরুখ খানের জন্মদিনে ছিল না তেমন কোনও সেলিব্রেশন। কারণ একটাই, আরিয়ান খানের জেল। মাদক মামলায় নার্কোটিক্সের হাতে আটক হয়েছিলেন তিনি। ৩ অক্টোবর আরিয়ান খানকে ঘিরে শুরু হয় জোর জল্পনা। তবে কোথাও গিয়ে যেন সেই মুহূর্তে কাটছিল না দুর্ভোগ। টানা ২৬ দিন জেলে ছিলেন আরিয়ান। ছেলে ঘরে ফেরাতে মরিয়া হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তবে দেখতে দেখতে যখন জন্মদিন দরজায় চলে আসে, তখনই ছেলে ফিরল ঘরে।
তবে অপমান-অবমাননা সহ্য করেই তখন শাহরুখ খান এক কথায় গা ঢাকা গিয়েছেন, সকলের সামনে ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। তাই জন্মদিন সেলিব্রেশনের মত মানসিক অবস্থায় ছিলেন না তিনি। তার আগের বছর অর্থাৎ ২০২০ সালে করোনার জন্য বন্ধ ছিল সেলিব্রেশন। ফলে লাভের লাভ কিছুই হয়নি। তাই হিসেব মতো ২০২২ সালে টানা তিন বছরের সেলিব্রেশনের পালা। শেষ জমিয়ে সেলিব্রেশন হয়েছিল ২০১৯ সালে। তারপর থেকেই করোনা ও ছেলের কারণে শাহরুখ খান ভক্তদের সঙ্গে দেকা করতে পারেননি।
Straight from #Mannat
Shah Rukh Khan ke liye pyaar, beshumaar.❤@iamsrk @teamsrkfc#SRK #SRKBirthday #ShahRukhKhan #KingKhan #SRKBirthdayCDP pic.twitter.com/VihhgvDl9i— Zain SRKian (@iam_zain_srkian) October 30, 2022
চলতি বছর তাই দুদিন আগে থেকেই শাহরুখ খানের বাড়ির সামনে ভিড় জমতে দেখা গেল ভক্তদের, হাতে প্ল্যাকার, সঙ্গে রয়েছে পোস্টার, জন্মদিনের শুভেচ্ছা জানাতে ও কিং খানকে একবার চোখের দেখা দেখতে মন্নতের সামনে রবিবার থেকেই জনসমুদ্র। ভক্তদের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। ফলে বোঝাই যাচ্ছে শুরু হয়ে গিয়েছে কাউনডাউন। আর মাত্র এক দিনের অপেক্ষা।