FIR Against Shilpa Shetty: “আমার নাম বদনাম করা হচ্ছে, আমাকে খাটো করা হচ্ছে”, এফআইআর প্রসঙ্গে বিবৃতিতে শিল্পা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 15, 2021 | 8:32 AM

এই ঘটনায় স্বামীর সঙ্গে নিজের নাম জড়িয়ে যাচ্ছে দেখে শিল্পা আরও বলেছেন, "গত ২৪ বছর ইন্ডাস্ট্রিতে অনেক পরিশ্রম করেছি আমি। নিজের কষ্ট করে তৈরি করা নাম এভাবে ডুবছে দেখে সত্যি কষ্ট হচ্ছে।"

FIR Against Shilpa Shetty: আমার নাম বদনাম করা হচ্ছে, আমাকে খাটো করা হচ্ছে, এফআইআর প্রসঙ্গে বিবৃতিতে শিল্পা
শিল্পা শেট্টি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

ফের থানা-পুলিশের জালে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। ফিটনেস কোম্পানি খোলার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীর থেকে দেড় কোটি টাকা হাতিয়েছেন, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে। শনিবার এই মর্মে মুম্বইয়ের বান্দ্রা থানায় শিল্পা শেট্টি সহ রাজ কুন্দ্রার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নীতীন বড়াই নামের এক ব্যক্তি। এই খবর সামনে আসতেই রবিবার রাতে বিবৃতি দিয়েছেন শিল্পা। তিনি জানিয়েছেন, জনসমক্ষে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শিল্পা দিয়েছেন তাঁর বিবৃতি। বলেছেন, “ঘুম থেকে উঠে জানতে পারি আমার ও রাজের নামে এফৃআইআর করা হয়েছে। আমি তো শকড। এসএলএফ ফিটনেসটি চালাতেন কাশিফ খান নামে এক ব্যক্তি। সারা দেশে ফিটনেস জিম খোলার জন্য নামকরণের অনুমতিও নেওয়া ছিল তাঁর। সবটাই তিনি দেখতেন। টাকাপয়সার লেনদেনও তিনিই করতেন। আমরা এর ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না। তাঁর থেকে একপয়সাও নিইনি। ফ্র্যাঞ্চাইজ়িগুলিও তিনিই দেখতেন। ২০১৪ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। পুরোটাই দেখতেন কাশিফ একা।”

এই ঘটনায় স্বামীর সঙ্গে নিজের নাম জড়িয়ে যাচ্ছে দেখে শিল্পা আরও বলেছেন, “গত ২৪ বছর ইন্ডাস্ট্রিতে অনেক পরিশ্রম করেছি আমি। নিজের কষ্ট করে তৈরি করা নাম এভাবে ডুবছে দেখে সত্যি কষ্ট হচ্ছে।”

প্রসঙ্গত, অগস্ট মাসেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নোগ্রাফি মামলায় মূল অভিযুক্ত হিসেবে অনেকদিন জেলে কাটাতে হয়েছে তাঁকে। পর্ন ভিডিয়ো তৈরি ও তা অ্যাপে আপলোড করার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। সে সময়ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শিল্পা। পর্ন-কাণ্ডে শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁর জড়িয়ে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল একাধিক মহলে। মুখ ফিরিয়েছিল একটা বড় অংশ। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ জানিয়েছিলেন, শিল্পা নাকি আর থাকতেই চাইছেন না রাজের সঙ্গে। তিনি নাকি চান না স্বামীর অসৎ পথে উপার্জিত অর্থে বেড়ে উঠুক তাঁর দুই সন্তান। পুরোদমে নাকি কাজে ফিরতেও উদ্যোগী হয়েছিলেন শিল্পা। অনুরাগ বসু, প্রিয়দর্শনের মতো পরিচালকরা তাঁকে নিয়ে ফের কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন সে সময়।

কিন্তু রাজের জামিনের পর কিছুটা হলেও চিত্রটা পালটে দেখা যায়। শিল্পা এখনও রাজের সঙ্গেই আছেন। কিছুদিন আগে জনসমক্ষে একসঙ্গে আসতেও দেখা যায় তাঁদের।

আরও পড়ুন: FIR Against Shilpa Shetty: দেড় কোটি টাকার জালিয়াতি, শিল্পার বিরুদ্ধে মামলা দায়ের 

Next Article