ক্যানসার আক্রান্ত হওয়ার পরের যন্ত্রণাময় দিন ফিরে দেখলেন সোনালি

সোনালি ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন। একদিকে কেমোথেরাপি চলাকালীন তাঁর ছবি। যখন মাথায় একটিও চুল অবশিষ্ট ছিল না। আর একটি ছবিতে ক্যানসারকে অনেকটা হারিয়ে যখন সেরে উঠেছেন।

ক্যানসার আক্রান্ত হওয়ার পরের যন্ত্রণাময় দিন ফিরে দেখলেন সোনালি
সোনালির শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2021 | 8:46 PM

সোনালি বেন্দ্রে (Sonali Bendre)। নয়ের দশকে চুটিয়ে বলিউডে অভিনয় করেছেন। পরে ইন্ডাস্ট্রি থেকে কিছুটা সরে এসে সংসার এবং সন্তানে মন দেন। তবে কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ফের শিরোনামে উঠে আসেন সোনালি। ক্যানসারের বিরুদ্ধে সোনালির লড়াই যেন অনেকের চলার পথের পাথেয় হয়ে যায়। রবিবার ক্যানসার সারভাইভার্স ডে-তে নিজের সেই লড়াইয়ের গল্প ফিরে দেখলেন অভিনেত্রী।

সোনালি ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন। একদিকে কেমোথেরাপি চলাকালীন তাঁর ছবি। যখন মাথায় একটিও চুল অবশিষ্ট ছিল না। আর একটি ছবিতে ক্যানসারকে অনেকটা হারিয়ে যখন সেরে উঠেছেন।

সোনালি লিখেছেন, ‘কীভাবে সময় চলে যায়। আজ যখন আমি পিছন ফিরে দেখি, আমি শক্তি দেখতে পাই, আবার দুর্বলতাও চোখে পড়ে। আমি ভাবি, এটার পর আমার জীবন কেমন হয়ে গেল…। আমি বিশ্বাস করি যে জীবনটা পছন্দ করেন, সেটাই তৈরি করতে পারবেন। এই জার্নিটা আমাকে তৈরি করেছে। দিনে অন্তত একবার সেটা মনে করি।’

সোনালির ডেবিউ ছবি ছিল ‘আগ’। ছবিটি ১৯৯৫ সালে রিলিজ করে। ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিলজলে’, ‘মেজর সাব’, ‘সরফরোশ’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। নিজের শর্তে কাজ করেছেন। যখন মনে হয়েছে, পরিবারকে সময় দেবেন, সেটাই বেছে নিয়েছেন। ক্যানসার আক্রান্ত হওয়ার পরও কিছুটা সুস্থ হয়ে বিজ্ঞাপনের কাজ করেছিলেন অভিনেত্রী। ক্যানসার রোগীদের প্রতি তাঁর বার্তা, মনের জোর রাখতেই হবে, তবেই সুস্থ হওয়া সম্ভব।

আরও পড়ুন, স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন অর্জুন, আজ জীবনের বিশেষ দিন