Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যা হয়েছে, তা হওয়ারই ছিল’, রাজের গ্রেফতারিতে বললেন সুনীল পাল

Raj Kundra: গত ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

‘যা হয়েছে, তা হওয়ারই ছিল’, রাজের গ্রেফতারিতে বললেন সুনীল পাল
সুনীল এবং রাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 1:55 PM

পর্ন ভিডিয়ো তৈরির অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর উত্তাল বলিউড ইন্ডাস্ট্রি। এ প্রসঙ্গে নিজের মত জানাতে গিয়ে কমেডিয়ান সুনীল পাল জানালেন, যা হয়েছে ঠিক হয়েছে। এমনটা হওয়াই উচিত ছিল।

দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ২০০৫-এ অংশ নিয়েছিলেন সুনীল। রাজ গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “যা হয়েছে, তা হওয়ারই ছিল। এটা জরুরি। আমি এটা বলছি, কারণ ক্ষমতাশালী লোকজন ওয়েব সিরিজের ক্ষেত্রে সেন্সরশিপে অনেক বেশি সুবিধে নেয়। আজকাল যে সব ওয়েব সিরিজ তৈরি হচ্ছে সেগুলো বাড়িতে বসে দেখা যায় না। আমি তিন, চারজন লোকের নামও বলতে পারি। যেমন ধরুন মনোজ বাজপেয়ী। যত বড় অভিনেতাই হোক মনোজ এত খারাপ লোক আমি আর দেখিনি।”

মনোজের প্রতি ক্ষোভ উগরে দিয়ে সুনীল আরও বলেন, “মনোজকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর উনি দর্শকের জন্য কী করছেন? এমন একটা ওয়েব সিরিজ তৈরি করলেন যেখানে স্ত্রী একজনের সঙ্গে প্রেম করছে। মেয়েকে বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে। ছোট ছেলে বয়সের তুলনায় পাকা আচরণ করছে। এটা কি পরিবার?”

গতকাল রাজের ঘটনায় মুখ খুলেছেন মুকেশ খান্না। গোটা ঘটনায় রাজ কুন্দ্রা দোষী, এমন দাবি করেননি তিনি। তাঁর মতে বিচারের ভার আদালতের। কিন্তু অবৈধ ঘটনা যে প্রকাশ্যে এসেছে, তাতে খুশি তিনি। মুকেশ বলেন, “রাজের সঙ্গে কোনওদিন দেখা হয়নি। ম্যাচ ফিক্সিংয়ে ওর নাম শুনেছিলাম কয়েক বছর আগে। কী প্রমাণ হবে আমি জানি না। সুশান্ত মার্ডার কেস আজও প্রমাণ হয়নি। অন্তত নিষিদ্ধ বিষয়টা সামনে এসেছে, সেটা কড়া ভাবে নিষিদ্ধ করা হোক। অবৈধ কাজ আমি সমর্থন করি না। দেশের যুবসমাজ, শিশুদের ব্যাপারে কনসার্ন আমি। যাঁরা এ কাজ করেছেন তাঁদেরকে ডিফেন্ড করতে চাই না।”

গত ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকবেন রাজ। গত শুক্রবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ছয় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখবে মুম্বই পুলিশ।

আরও পড়ুন, ফিটনেস ফ্রিক অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় কীসের প্রস্তুতি নিচ্ছেন?