এই বিশেষ কাজটি করতে গিয়ে নার্ভাস হওয়ার কথা স্বীকার করলেন টাইগার!

Tiger Shroff: টাইগারের অভিনয় দেখেছেন। এ বার গায়ক টাইগারেরও পরিচয় পাবেন দর্শক। কৌশল কিশোরের লেখায় বিশাল মিশ্রর কম্পোজিশনে গান গাইলেন টাইগার।

এই বিশেষ কাজটি করতে গিয়ে নার্ভাস হওয়ার কথা স্বীকার করলেন টাইগার!
টাইগার শ্রফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 4:51 PM

টাইগার শ্রফ। হ্যাঁ, অভিনেতা হিসেবে তাঁকে দর্শক চেনেন। জ্যাকি শ্রফের সন্তান। ফলে স্টার কিডের তকমা নিয়েই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। কিন্তু ইতিমধ্যেই নিজের পায়ের তলার জমি তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। এ হেন টাইগার সম্প্রতি অভিনয় ছাড়া একটি বিশেষ কাজ করলেন। আর তা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

টাইগারের অভিনয় দেখেছেন। এ বার গায়ক টাইগারেরও পরিচয় পাবেন দর্শক। কৌশল কিশোরের লেখায় বিশাল মিশ্রর কম্পোজিশনে গান গাইলেন টাইগার। তৈরি করলেন মিউজিক ভিডিয়ো ‘বন্দে মাতরম’। এই মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজা। আগামী ১০ অগস্ট মুক্তি পাবে টাইগারের এই নতুন প্রয়াস।

সোশ্যাল মিডিয়ায় টাইগার লিখেছেন, ‘এই প্রথমবার আমি এই ধরনের গান গাওয়ার চেষ্টা করলাম। খুব উত্তেজিত আমি। আবার নার্ভাসও লাগছে। এটা শুধুমাত্র একটা গান নয়। বরং আবেগ। যা স্বাধীন ভারতে সেলিব্রেট করা হয়। আমার দেশ, আমার জন্মভূমিকে উৎসর্গ করে এই গানটা শেয়ার করতে পেরে আমি কৃতজ্ঞ। আগামী ১০ অগস্ট মুক্তি পাবে।’এর আগে ডিজি মাইনের লেখায় অভিতেশ শ্রীবাস্তবের সুরে গানের ডেবিউ করেছেন টাইগার। কিন্তু এই ধরনের গান প্রথমবার গাইলেন।

ইংরেজিতে যাকে বলে, ‘হ্যান্ডসাম হাঙ্ক’। এমন এক চরিত্রের জন্ম দিয়েছিল ২০১৪ সালের ছবি ‘হিরোপন্তি’। টাইগার শ্রফ হয়েছিলেন সেই হ্যান্ডসাম। গোটা ছবি জুড়ে ভরপুর অ্যাকশন। মারাকাটারি দৃশ্যের প্রত্যেকটা পারফরম্যান্স ছিল অনবদ্য। অভিনেত্রী কৃতি শ্যানন তাঁর প্রথম ছবিতে পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। সেই ছবির সিক্যুয়েলের জন্য প্রস্তুত অভিনেতা। এই ছবির প্রধান ভিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ধূসর এক চরিত্রে অভিনয় করছেন নওয়াজ। দর্শক মুখিয়ে রয়েছেন নওয়াজ-টাইগারের ধুন্ধুমার মারপিট দেখার জন্য। ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ নামে এক ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন নওয়াজ ও টাইগার। তবে তা অ্যাকশন-প্যাকড ফিল্ম ছিল না। তবে, আশা করা যায় ‘হিরোপন্তি-২’তে এক ভিন্ন অবতারে দেখা যেতে পারে দুই অভিনেতাকে।

আরও পড়ুন, তিন মাসের মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কনীনিকা, শেয়ার করলেন ভিডিয়ো