ভিডিয়ো: প্রথম বার নিজের গলায় হিন্দি গান টাইগারের, ‘আলিয়ার থেকে ঢের ভাল’, বলছেন নেটিজেন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 07, 2021 | 3:56 PM

২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মধ্যে দিয়ে বলি অভিষেক হয় তাঁর। প্রথমার্ধে সঙ্গী হয়েছিল নানা ট্রোল। অনেকেই বলেছিলেন তাঁকে দেখতে হিরোর মতো নয়, তাঁর লাল ঠোঁট নাকি হিরোইনদের মতোই।

Follow Us

নিজের গলায় গান গাইলেন অভিনেতা টাইগার শ্রফ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেল তাঁর প্রথম হিন্দি ট্র্যাক ‘বন্দেমাতরম’-এর টিজার। জ্যাকি পুত্রের গান শুনে মুগ্ধ নেটিজেন। কয়েক ঘণ্টায় ভিউজ বাড়ল এক লক্ষের কাছাকাছি। লাইকের সংখ্যাও নেহাত কম নয়।

শুধু যে গাইলেন তা নয়, ফিটনেস ফ্রিক টাইগারকে নাচতেও দেখা হল গোটা ভিডিয়োতে। কমেন্ট বক্সে ভিড় করল নানা প্রশংসা জড়ানো মন্তব্য। এর আগে বলিস্টারদের গান গেয়েছেন বিভিন্ন সময়ে। তারা সুতারিয়া থেকে শুরু করে পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট… নিজেদের ছবিতে গান গাইতে দেখা গিয়েছে তাঁদের। বেশিরভাগ সময়েই উঠেছে অটোটিউনিংয়ের অভিযোগ। তবে টাইগারের গলায় এই গান শুনে নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, “আলিয়ার থেকেও তুমি ঢের ভাল টাইগার।”
১০ অগস্ট মুক্তি পাবে টাইগারের এই নতুন প্রয়াস। কৌশল কিশোরের লেখায় বিশাল মিশ্রর কম্পোজিশনে এই গান। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। এর আগেও গান রেকর্ড করেছেন টাওগার। তবে সে দুটিই ছিল ইংলিশ গান। এ বার হিন্দি গান তাঁর কণ্ঠে।

 

 

শুক্রবার গানের মোশন পোস্টার শেয়ার করে টাইগার লিখেছিলেন, “এই প্রথমবার আমি এই ধরনের গান গাওয়ার চেষ্টা করলাম। খুব উত্তেজিত আমি। আবার নার্ভাসও লাগছে। এটা শুধুমাত্র একটা গান নয়। বরং আবেগ। যা স্বাধীন ভারতে সেলিব্রেট করা হয়। আমার দেশ, আমার জন্মভূমিকে উৎসর্গ করে এই গানটা শেয়ার করতে পেরে আমি কৃতজ্ঞ।”

২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মধ্যে দিয়ে বলি অভিষেক হয় তাঁর। প্রথমার্ধে সঙ্গী হয়েছিল নানা ট্রোল। অনেকেই বলেছিলেন তাঁকে দেখতে হিরোর মতো নয়, তাঁর লাল ঠোঁট নাকি হিরোইনদের মতোই। তবে সে সবের যোগ্য জবাব দিয়ে টাইগার এই মুহূর্তে টিনএজারদের ক্রাশ। নিউএজ অভিনেতারদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন।

 

আরো পড়ুন-অন্বেষার নামে ভুয়ো রটনা,  সাবধান করলেন অভিনেত্রী

নিজের গলায় গান গাইলেন অভিনেতা টাইগার শ্রফ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেল তাঁর প্রথম হিন্দি ট্র্যাক ‘বন্দেমাতরম’-এর টিজার। জ্যাকি পুত্রের গান শুনে মুগ্ধ নেটিজেন। কয়েক ঘণ্টায় ভিউজ বাড়ল এক লক্ষের কাছাকাছি। লাইকের সংখ্যাও নেহাত কম নয়।

শুধু যে গাইলেন তা নয়, ফিটনেস ফ্রিক টাইগারকে নাচতেও দেখা হল গোটা ভিডিয়োতে। কমেন্ট বক্সে ভিড় করল নানা প্রশংসা জড়ানো মন্তব্য। এর আগে বলিস্টারদের গান গেয়েছেন বিভিন্ন সময়ে। তারা সুতারিয়া থেকে শুরু করে পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট… নিজেদের ছবিতে গান গাইতে দেখা গিয়েছে তাঁদের। বেশিরভাগ সময়েই উঠেছে অটোটিউনিংয়ের অভিযোগ। তবে টাইগারের গলায় এই গান শুনে নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, “আলিয়ার থেকেও তুমি ঢের ভাল টাইগার।”
১০ অগস্ট মুক্তি পাবে টাইগারের এই নতুন প্রয়াস। কৌশল কিশোরের লেখায় বিশাল মিশ্রর কম্পোজিশনে এই গান। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার রেমো ডিসুজা। এর আগেও গান রেকর্ড করেছেন টাওগার। তবে সে দুটিই ছিল ইংলিশ গান। এ বার হিন্দি গান তাঁর কণ্ঠে।

 

 

শুক্রবার গানের মোশন পোস্টার শেয়ার করে টাইগার লিখেছিলেন, “এই প্রথমবার আমি এই ধরনের গান গাওয়ার চেষ্টা করলাম। খুব উত্তেজিত আমি। আবার নার্ভাসও লাগছে। এটা শুধুমাত্র একটা গান নয়। বরং আবেগ। যা স্বাধীন ভারতে সেলিব্রেট করা হয়। আমার দেশ, আমার জন্মভূমিকে উৎসর্গ করে এই গানটা শেয়ার করতে পেরে আমি কৃতজ্ঞ।”

২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মধ্যে দিয়ে বলি অভিষেক হয় তাঁর। প্রথমার্ধে সঙ্গী হয়েছিল নানা ট্রোল। অনেকেই বলেছিলেন তাঁকে দেখতে হিরোর মতো নয়, তাঁর লাল ঠোঁট নাকি হিরোইনদের মতোই। তবে সে সবের যোগ্য জবাব দিয়ে টাইগার এই মুহূর্তে টিনএজারদের ক্রাশ। নিউএজ অভিনেতারদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন।

 

আরো পড়ুন-অন্বেষার নামে ভুয়ো রটনা,  সাবধান করলেন অভিনেত্রী

Next Article