বলিউডের প্রতি একরাশ ক্ষোভ জমা ছিল এতদিন। অবেশেষে তারই বিস্ফোরক অভিব্যক্তি। জমে থাকা কষ্ট, রাগ, অভিমান ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে উগরে দিলেন ঊর্মিলা মাতন্ডকর। জনপ্রিয় ছবি ‘রঙ্গিলা’ হিট হওয়ার পরেও কেউ তাঁর অভিনয় নিয়ে একটি বাক্যও খরচ করেননি, বরং কথা হয়েছিল তাঁর ‘সেক্স অ্যাপিল’ অর্থাৎ যৌন আবেদন নিয়ে, বক্তব্য ঊর্মিলার। তাঁর প্রশ্ন, ‘হায় রামার মতো একটি গানের সঙ্গে নাচ অভিনয় না জানলে কীভাবে করা সম্ভব’?
তাঁর কথায়, “রঙ্গীলার পর সবাই বলেছিল আমার সবকিছু শুধু যৌন আবেদন। অভিনয়ের সঙ্গে এর কোনও যোগই নেই। শুধুমাত্র বুক ফাটানো কান্নাই কি অভিনয়? সেক্সি হতেও অভিনয় জানা প্রয়োজন। এমন নয় যে ছবিতে আমার কিছুই করার ছিল না। প্রতিটি গানেই পাশের বাড়ি মেয়ের চরিত্র থেকে আমার পরিবর্তন ছিল লক্ষণীয়, যা সমালোচকরা বুঝতেই পারেননি।”
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘রঙ্গিলা’। পরিচালক রাম গোপাল বর্মা। অভিনয়ে ঊর্মিলা ছাড়াও দেখা গিয়েছিল জ্যাকি শ্রফকে। সুপারহিট হয়েছিল সেই ছবি। ছবির গানগুলোও দর্শকমনে জায়গা করে নিয়েছিল। এখনও সেই গান সমান জনপ্রিয়। সেই প্রসঙ্গ টেনে এনেই ঊর্মিলার বক্তব্য, “যে সব অভিনেত্রী ১৩টা করে ফ্লপ রয়েছে, যারা হিরোদের সঙ্গে ‘ডাবল মিনিং’ গানে পারফর্ম করেছে তাঁদের পর্যন্ত অভিনেতার তকমা দেওয়া হল, কিন্তু আমায় দেওয়া হল না। আমার পোশাক থেকে চুল, সবকিছুরই প্রশংসা করা হল, শুধু আমার অভিনয় নিয়েই কেউ কিছু বলল না।” ২৭ বছর পর তা নিয়ে ঊর্মিলার আক্ষেপ থাকলেও ক্ষোভ নেই। কেন? সে কথাও নিজেই অভিনেত্রী বলেছেন সেই সাক্ষাৎকারে। তিনি বলেন, “আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তী আমার লিপে গান গেয়েছেন, এটাই তো আমার জয়”।
শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে হাতেখড়ি হয় ঊর্মিলার। ‘জুদাই’, ‘সত্য’র মতো হিট ছবির অংশ ছিলেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘বেওয়াফা বিউটি’ ছবিতে।