হৃতিক রোশনের জীবনে কি বসন্ত আগত? শুক্রবারের পরেই বলিগুঞ্জন তেমনটাই। ওইদিন রাতে এক রহস্যময়ীর সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জির। মাস্কের আড়ালে হৃতিককে চেনা গেলেও সংশয় তৈরি হয় সেই নারীর পরিচয় নিয়ে।
তাঁর মুখেও ছিল মাস্ক। তিনি বলিপাড়ার পরিচিত মুখ নয়। পাপারাজ্জির সামনেই ওই নারীর হাত ধরে গাড়িতে ওঠেন গ্রীক গড। কে এই নারী? ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ মনে করছেন, ওই নারী আদপে সাবা আজাদ। তাঁদের একাংশের ধারণা সাবাড় সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সাবা নিজেও অভিনেত্রী। বেশ কয়েকটি ওটিটি সিরিজে দেখা গিয়েছে তাঁকে। যদিও হৃতিক বা সাবা এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হয় হৃতিকের। বিচ্ছেদ হলেও দুজনে আজও বন্ধু। দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই দেখাশোনা করেন তাঁরা। একসঙ্গে বেড়াতেও যান। সুজানের বাড়ির যে কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন হৃতিক। আবার দেখা যায় উল্টো চিত্রও। সাম্প্রতিক খবর অভিনেতা আরসালান গোনির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সুজান। এবার হৃতিককে নিয়েও শুরু গুঞ্জন। প্রেমের জল গড়ায় কতদূর এখন সেটাই দেখার।