Pathaan Controversy: বলিউড ফিল্ম দুনিয়ার এই দুর্দশা বিগত ৬০ বছরে দেখেননি আশা পারেখ, ‘পাঠান’কে ঘিরে দুঃখপ্রকাশ অভিনেত্রীর

Asha Paresh: একটা সময় সেন্সর বোর্ডের চেয়ারম্য়ান ছিলেন অভিনেত্রী আশা পারেখ। 'পাঠান'কে ঘিরে এত্ত জলঘোলা দেখে চোখ কপালে তুলেছেন কিংবদন্তি।

Pathaan Controversy: বলিউড ফিল্ম দুনিয়ার এই দুর্দশা বিগত ৬০ বছরে দেখেননি আশা পারেখ, 'পাঠান'কে ঘিরে দুঃখপ্রকাশ অভিনেত্রীর
আশা পারেখ...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 12:08 PM

চলতি জানুয়ারি মাসের ২৫ তারিখেই সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। ছবি মুক্তির আগে হয়েছে অনেক জলঘোলা। বিতর্ক তৈরি হয়েছে ছবিতে ব্যবহৃত ‘বেশরম রং’ গানকে ঘিরে। সেই গানে দীপিকা পাড়ুনকোন পরিহিত গেরুয়া বিকিনির ব্যবহার নিয়ে উঠেছে আপত্তি। তারপর সেন্স বোর্ড ছবির বেশ কিছু বিষয় পাল্টাতে বলেছে। আহমেদাবাদের মতো শহরে মাল্টিপ্লেক্সে ছিঁড়ে ফেলা হয়েছে ‘পাঠান’-এর পোস্টার। ভোপালে শেষকৃত্য সম্পন্ন হয়েছে শাহরুখ খানের। এই পরিস্থিতিতে কী বললেন সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ?

বলিউডের কাছে ২০২২ সালটা খুব একটা ভাল কাটেনি। অনেক ছবি চলেইনি বক্স অফিসে। তার উপর ছিল ‘হ্যাশট্যাগ বয়কট বলিউড’-এর দাপট। ‘লাল সিং চাড্ডা’, ‘রামসেতু’র মতো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই সঙ্গে টেক্কা দিয়েছে দক্ষিণী সর্বভারতীয় ছবিগুলি। আশা পারেখ এ সবই দেখেছেন এবং এই বক্তব্যে উপনীত হয়েছেন – “বিগত ৬০ বছরে এত খারাপ অবস্থা কোনওদিনও হয়নি হিন্দি ছবির”। তিনি আর্জি জানিয়েছেন, ‘পাঠান’-এর মুক্তিতে যেন কোনও ধরনের খামতি না থাকে। এই ছবিকে সুস্থ পরিস্থিতিতে মুক্তি হতে দেওয়া হোক, সেই কামনাই করেছেন প্রাক্তন সেন্সর বোর্ড চেয়ারম্যান।

আশার মনে হয়েছে, “কারও যদি ‘পাঠান’ দেখতে ইচ্ছা না করে, তিনি দেখবেন না। কিন্তু কেউ যদি দেখতে চান, তাঁকে কেন কেউ বাধা দেবে।”

‘পাঠান’-এর ‘বেশরম রং’ গান রিলিজ় করার পর শিরোনামে জায়গা করে নিয়েছে সেটি। দীপিকা পাড়ুকোন গেরুয়া এবং সবুজ রঙের বিকিনি পরেছেন ছবিতে। তাঁর সঙ্গে শাহরুখের রয়েছে মাখোমাখো কেমিস্ট্রিও। তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি ছবিকে। আশা পারেখের বক্তব্য, “রং নিয়ে এত আপত্তি কেন? আমাদের জেনারেশনের নায়িকারা কমলা রংটি দারুণ পছন্দ করতেন এবং আমরা ভাবতেই পারতাম না কেউ আমাদের সেই রং পরতে বারণ করছেন। এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। কোনও সম্প্রদায়েরই কোনও রঙের উপর মালিকানা নেই।”