Yami Gautam: নিজেই চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ফরসা হওয়ার ক্রিমের ‘মুখ’ ইয়ামি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 27, 2021 | 6:54 PM

কেরাটোসিস পাইলারিস নামক এক চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ইয়ামি। কী এই কেরাটোসিস পাইলারিস? কেরাটিন প্রোটিনের তারতম্যের কারণে এই সমস্যা দেখা দেয়।

Yami Gautam: নিজেই চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ফরসা হওয়ার ক্রিমের মুখ ইয়ামি
ইয়ামি গৌতম।

Follow Us

মাস কয়েক আগেও ফরসা হওয়ার ক্রিমের মুখ ছিলেন ইয়ামি গৌতম। বিজ্ঞাপনে, হোর্ডিংয়ে শোভা পেত তাঁর ছবি। তাঁকে দেখে অনেকেই ওই ফরসা হওয়ার ক্রিম মাখার ‘অনুপ্রেরণা’ও পেতেন। কিন্তু ফেয়ারনেস ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইয়ামি নিজেই ত্বকের সমস্যায় মারাত্মক কষ্ট পেয়েছিলেন এক দীর্ঘ সময়। এ কথা এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজেই বলেছেন তিনি। নিজেই শেয়ার করেছেন এক পোস্টও।

কেরাটোসিস পাইলারিস নামক এক চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ইয়ামি। কী এই কেরাটোসিস পাইলারিস? কেরাটিন প্রোটিনের তারতম্যের কারণে এই সমস্যা দেখা দেয়। কেরাটিন প্রোটি্ন ক্ষতিকর পদার্থ থেকে ত্বককে রক্ষা করে। অনেক সময় এই প্রোটিন তৈরির সময় হেয়ার ফলিকলের ওপেনিং পোর্স বন্ধ হয়ে যায়। তা থেকেই সৃষ্টি হয়ে এই সমস্যা। মুখে ও সারা শরীরে দেখা দেয় প্যাচ।

অভিনেত্রী জানান, ওই অবস্থায় ট্রোলেরও সম্মুখীন হতে হয়েছে তাঁকে। মন্তব্য উড়ে এসেছে ইন্ডাস্ট্রির অন্দর থেকে। তাঁকে দেখে অনেক মেকআপ আর্টিস্টই হয়ে পড়েছেন ‘হতাশ’। ইয়ামি যোগ করেন, এই সব ক্রমাগত মন্তব্য ক্রমে তাঁর আত্মবিশ্বাস চুরমার করে দিয়েছিল। যদিও সে সব এখন অতীত। রোগের চোখরাঙানি কাটিয়ে উঠেছেন তিনি। কাটিয়ে উঠেছেন অবিরাম ট্রোলও।
এই বছরেই পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। সম্প্রতি অনিরুদ্ধ রায় চৌধুরীর লস্টের শুটিং সেরে গিয়েছিলেন কলকাতায়। এ ছাড়াও হাতে রয়েছে একগুচ্ছ ছবি।

Next Article