Aditi Munshi: ‘মনে হয় বুড়ি হয়ে যাচ্ছি’, হঠাৎ কেন বললেন অদিতি…
Gossip: 'এমন মেয়ে কটা হয়', এ প্রশংসা বারবার তিনি শুনেছেন বিভিন্ন জনের কাছ থেকে। ধীরে কথা বলা, লক্ষ্মীমন্ত অদিতি মুন্সি কিন্তু সত্যি শৈশব থেকে এতটাই শান্ত ও নম্র ছিলেন না।
অদিতি মুন্সি, গান নিয়ে মেতে থাকা এই ব্যক্তিত্ব বর্তমানে অধিকাংশ পরিবারের কাছেই এক উদাহরণ। শান্ত, সুন্দর, স্নিগ্ধ, মধুর কণ্ঠস্বর, এমন মেয়ে কটা হয়, এ প্রশংসা বারবার তিনি শুনেছেন বিভিন্ন জনের কাছ থেকে। ধীরে কথা বলা, লক্ষ্মীমন্ত অদিতি মুন্সি কিন্তু সত্যি শৈশব থেকে এতটাই শান্ত ও নম্র ছিলেন না। মনের দিক থেকে সারল্যতাটা ছোট থেকে থাকলেও তিনি বেজায় দুরন্ত ছিলেন বলেই এবার দাবি করলেন প্রকাশ্যে। জানালেন, সময় সঙ্গে সঙ্গে বোধহয় তিনি পাল্টে যাচ্ছেন। সম্প্রতি দিদি নম্বর ওয়ান রিয়্যালিটি শোতে এসে এমনই মন্তব্য করলেন গায়িকা। সারেগামাপা খ্যাত এই গায়িকার কন্ঠে কীর্তন দর্শকদের ভীষণ পছন্দের।
তাঁর গান বাংলা সিনে জগতে ও জায়গা করে নিয়েছে। তবে অদিতি মুন্সি নিজের ব্যাপারে কথা বলতে গিয়ে এবার যে রহস্য ফাঁস করলেন, তা শুনে রীতিমতো অবাক সকলেই। ছোটবেলায় দস্তুর মত মারপিট করতেন তিনি। হাসতে হাসতে জানালেন স্কুলে যেতেন কোন সহপাঠীদের মধ্যে বচসা হলেই তিনি সেখানে গিয়ে কথা বলতেন। আর সেখানে কোনও সমস্যা তৈরি হলে রীতিমত শুরু হয়ে যেত তর্জা। দস্যিপনা এখানেই থেমে থাকত না, রীতিমতো মেরেও দিতেন তিনি। শুনে অবাক রচনার বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করে বসলেন, তবে এখন এত শান্ত হয়ে গেলেন তিনি কীভাবে? অদিতির কথায় তিনি নিজেও জানেন না। নিজেও বুঝতে পারে না দিনদিন তিনি কিভাবে পাল্টে গেলেন। নির্দিষ্ট কোনদিন বা কোন কারণ এর জন্য তাঁর এই পরিবর্তন এমনটা মোটেই নয়। শেষে হাসতে হাসতে বললেন হয়তো তিনি বুড়ি হয়ে যাচ্ছেন। অদিতি মুন্সি গানের জগতে এখন এক জনপ্রিয় নাম। তাঁর কণ্ঠে কীর্তন শোনার জন্য মুখিয়ে থাকেন বহু শ্রোতা। ভক্তিগীতি অদিতি মুন্সি যেভাবে পরিবেশন করেন তা প্রতিটি প্রজন্মকেই আকর্ষণ করে।