Akanksha Dubey: পালানোর ছক কষেছিলেন, আকাঙ্ক্ষার মৃত্যুতে গ্রেফতার ‘প্রেমিক’ সমর সিং
Akanksha Dubey: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুতে নতুন মোড়। অবশেষে গ্রেফতার করা হল নায়িকার রিউমারড প্রেমিক সমর সিংকে। বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মৃত্যুতে নতুন মোড়। অবশেষে গ্রেফতার করা হল নায়িকার রিউমারড প্রেমিক সমর সিংকে। বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আকাঙ্ক্ষার মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন সমর। পুলিশ সূত্রে খবর দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ছিল তার। এ দিন পুলিশের উচ্চপদস্থ কর্তা নিপুন আগরওয়াল সংবাদমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার গভীর রাতে বারাণসী কমিশনারেটের সারনাথ থানার একটি দল গাজিয়াবাদে আসে । তারা চার্মস ক্যাসেল (হাউজিং) সোসাইটি থেকে সমর সিংকে ধরতে গাজিয়াবাদ পুলিশের সাহায্য চায়।” এরপরেই তাদের যৌথ প্রচেষ্টায় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। শুক্রবার সকালেই তাকে আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবারই সামনে এসেছে অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ওই রিপোর্টে জানানো হয়েছে, অভিনেত্রী অপ্রকৃতস্থ অবস্থায় না থাকলেও তাঁর পাকস্থলীতে মিলেছেন ২০ মিলিলিটার অজানা তরলের উপস্থিতি। শুধু তাই নয়, নায়িকার কব্জিতে মিলেছে ক্ষতের দাগও। পাশাপাশি পাকস্থলীতে ফিনফিনে পাতলা যে পর্দা (mucous membrane) বা আস্তরণ থাকে, তা নষ্ট হয়ে গিয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও তদন্তকারীদের একাংশের বক্তব্য, ওই অভিনেত্রীর পাকস্থলীতে যে অজানা তরল মিলেছে, তার চরিত্র কেমন, ওই তরল আদৌ কতটা পানযোগ্য ছিল, তা-ও খতিয়ে দেখার মতো বিষয়। প্রসঙ্গত, এর আগে অভিনেত্রীর পরিবারের তরফে নায়িকাকে খুনের অভিযোগ আনা হয়। নায়িকার মা মধু দুবে, এই সমর সিং ও তাঁর ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নায়িকার মা আরও অভিযোগ করেন, মৃত্যুর আগে নায়িকা নাকি তাঁকে ফোনে জানান, সমরের ভাই সঞ্জয় তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। যদিও নায়িকার মায়ের অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন ভাইয়েরা। সমরকে গ্রেফতার করা হলেও, সঞ্জয় এখনও পলাতক।
অন্যদিকে আকাঙ্ক্ষার আইনজীবী শশাঙ্ক শেখর ত্রিপাঠি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সিবিআই তদন্ত চেয়ে এক চিঠিও লিখেছেন। তাঁর আরও চাঞ্চল্যকর অভিযোগ, আকাঙ্ক্ষার মায়ের অনুরোধ সত্ত্বেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে ইচ্ছাকৃত দাহ করে দেওয়া হয়েছে তাঁকে। এর পরেই ক্ষোভ অনুরাগীদের মধ্যে। তবে কি আত্মহত্যা নয়? প্রশ্ন তুলেছেন তাঁরা।