Akshay Kumar: মোদীর ‘ভক্ত’ নন, কথা উঠতেই সোজাসাপটা অক্ষয়, ‘সাক্ষাৎকার নিয়েছিলাম কারণ…’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 10, 2023 | 1:25 PM

Akshay Kumar: সম্প্রতি এক সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নেওয়া নিয়ে তাঁর বক্তব্য, শুধু তিনি নন, যে কেউই এই সুযোগ ছেড়ে দেবেন না। মোদীকে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ নিয়ে থাকবেন সকলেই। তিনি জানান, কেন মোদী উল্টো করে ঘড়ি পরেন, তাঁর কত টাকা রয়েছে, ব্যক্তি মানুষ হিসেবে তিনি কেমন-- এই সব বিষয়ে জানার আগ্রহ তাঁর ছিল।

Akshay Kumar: মোদীর ভক্ত নন, কথা উঠতেই সোজাসাপটা অক্ষয়, সাক্ষাৎকার নিয়েছিলাম কারণ...
মোদীর 'ভক্ত' নন, কথা উঠতেই সোজাসাপটা অক্ষয়

Follow Us

কোনও রাজনৈতিক দলের অফিসিয়াল সদস্য না হয়েও অক্ষয় কুমারকে বহুদিন দাগিয়ে দেওয়া হয়েছে ‘মোদী ভক্ত’ হিসেবে। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাম্পেনে অংশ নেওয়া থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নেওয়ার কারণে, তাঁকে নিয়ে রয়েছে এই রটনা। তিনি কি সত্যিই ‘ভক্ত’। এই প্রশ্নের উত্তরই এবার দিলেন অক্ষয়।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নেওয়া নিয়ে তাঁর বক্তব্য, শুধু তিনি নন, যে কেউই এই সুযোগ ছেড়ে দেবেন না। মোদীকে সাক্ষাৎকার নেওয়ার সুযোগ নিয়ে থাকবেন সকলেই। তিনি জানান, কেন মোদী উল্টো করে ঘড়ি পরেন, তাঁর কত টাকা রয়েছে, ব্যক্তি মানুষ হিসেবে তিনি কেমন– এই সব বিষয়ে জানার আগ্রহ তাঁর ছিল। মোদীর আগামী দিনের কাজের পদ্ধতি অথবা নীতি নিয়ে প্রশ্ন করতে চাননি তিনি। তিনি এও জানান, কী প্রশ্ন করা হবে, কী প্রশ্ন করা যাবে না, তা নিয়ে মোদীর দফতর থেকে কোনও রকম নির্দেশ তো তাঁকে দেওয়া হয়নি। অক্ষয়ের বিরুদ্ধে রয়েছে আরও এক অভিযোগ। তিনি নাকি বিজেপির যাবতীয় কাজকর্ম প্রচারের জন্যই ছবি তৈরি করে থাকেন। অক্ষয়ের কথায়, “ওঁরা বলে, মোদীজি স্বচ্ছ ভারত মিশন লঞ্চ করলেন আমি এর পরেই ‘টয়লেট…’ তৈরি করলাম, কিন্তু এটা তো কেউ বলছেন না আমি এয়ারলিফটের মতো ছবিও বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি করেছিলাম। যখন এয়ারলিফটের মতো ঘটনা ঘটে তখন তো নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন না। কংগ্রেসের রাজত্ব ছিল। তাহলেও কেন, কোনও নির্দিষ্ট পার্টির সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হয়? দিনের শেষে দেশে যা ভাল কিছু ঘটেছে তাই-ই ছবির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি আমি যাতে সকলের কাছে সেই বার্তা পৌঁছে যায়। সকলের উন্নতিসাধন হয়।”

প্রসঙ্গত, বহু বছর অপেক্ষার পর অবশেষে ভারতীয় হতে পেরেছেন অক্ষয়। ক্যানাডার নাগরিকত্বের পর অবশেষে মিলেছে ভারতের নাগরিকত্বও। এই বছর ১৫ অগস্ট সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নেন তিনি।

Next Article